সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপিত
(last modified Fri, 31 Jul 2020 11:33:24 GMT )
জুলাই ৩১, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর, লালমনিরহাট, শেরপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁদপুর, শরিয়তপুর, পটুয়াখালী ও চট্টগ্রামের শতাধিক গ্রামে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

করোনাভাইরাসের কারণে মুসল্লিরা এ বছর স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন। পরে স্থানীয়ভাবে সামর্থ অনুযায়ী পশু কোরবানি করে গরিবদের মাঝে গোশত বিতরণ করে আল্লাহর নির্দেশনা পালন করেন।  

আজ সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদ উদযাপন করা হচ্ছে। এছাড়া, পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে আজ ঈদ উদ্যাপন করেন।

শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। জেলার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছেন। পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামাতে ইমামতি করেছেন দরবার শরীফের ইমাম মাওলানা শফিকুল ইসলাম গনি। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে তাঁরা পশু কোরবানি দেন। বদরপুর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ বলেন, ১৯২৮ সাল থেকে তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করছেন।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল সাড়ে আটটায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল আটটায় মির্জাখীল দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আনোয়ারা ও সাতকানিয়ার পাশাপাশি চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া, বোয়ালখালীর অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মো. মছউদুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাত বাদ দেওয়া হয়েছে। অনুসারীরা নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাতে অংশ নিয়েছেন।

সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের ধরমপাশা উত্তরপাড়া গ্রামে আজ সকাল সাড়ে নয়টার দিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত ৮ বছর ধরে এই উপজেলার কিছু মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করছেন।

শেরপুর জেলার তিন উপজেলার পাঁচ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হলো শেরপুর সদরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মধ্যপাড়া ও পশ্চিমপাড়া, নকলার চরকৈয়া ও নারায়ণখোলা এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রাম। পাঁচ গ্রামের প্রায় এক হাজার মানুষ আজ সকালে ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ওদিকে, সৌদি আরবের সাথে মিল রেখে গত ১৪ বছর ধরে মৌলভীবাজারে ঈদ উদযাপিত হয়ে আসছে। আজ এ উপলক্ষে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

একইভাবে একদিন আগেই লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ আদায় করলেন কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। আজ সকাল ৯টার দিকে উপজেলার মুন্সীপাড়া জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মাইদুল ইসলাম। তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লির সংখ্যা বেশি ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

এদিকে, করোনাভাইরাসের কারণে ঈদের জামাত মুন্সীপাড়ায় ঈদগাহ্ মাঠে হলেও সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সীপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই হিসেবে আজ ঈদুল আজহা পালন করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ