কথাবার্তা: বউকে ‘বোন’ পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি- প্রথম আলো
(last modified Sat, 29 Aug 2020 11:09:56 GMT )
আগস্ট ২৯, ২০২০ ১৭:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে-মানবকণ্ঠ
  • লাগামহীন হতে পারে বাংলাদেশের করোনা পরিস্থিতি-লানসেট-ইত্তেফাক
  • বউকে ‘বোন’ পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি-দৈনিক প্রথম আলো
  • সিনহা হত্যা: পুলিশের সেই তিন সাক্ষীকে রিমান্ডে নিল র‍্যাব-দৈনিক যুগান্তর
  • সেপ্টম্বর থেকে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলবে- কাদের-মানবজমিন
  • যুক্তরাজ্যের কাছে ২০৩০ সাল পর্যন্ত জিএসপি চেয়েছে বাংলাদেশ-কালের কণ্ঠ
  • করোনার ভ্যাকসিন এলে আর মাস্ক পরতে হবে না -দৈনিক সমকাল
  • বাড়ছে উত্তেজনা, রুশ যুদ্ধবিমানকে প্রতিহত করল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭৬ হাজার ছাড়াল-আনন্দবাজার পত্রিকা 
  • প্রতিষেধক ছাড়া গতি নেই, টিকার সন্ধানে এবার মার্কিন সংস্থার সঙ্গে কথা মোদি সরকারের-সংবাদ প্রতিদিন
  • রাহুল সভাপতি হলে ২০২৪ লোকসভা নির্বাচনেও হার নিশ্চিত’‌, মত বিক্ষুব্ধ কংগ্রেস নেতার -আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদন জানিয়েছে পরিবার। আপনার কী মনে হয় খালেদা জিয়া স্থায়ী মুক্তি পাবেন?

২. ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করা জরুরি। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শর্তসাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন : কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শর্তসাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে আগের নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলবে বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।আজ শনিবার নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহনমন্ত্রী।

রাজনীতির খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম- সরকারের বিরুদ্ধে এবার লড়াই হবে বাঁচা-মরার : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে ফেরার জন্য ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আন্দোলনে নামতে হবে। আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই করছি —সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য। গতকাল শুক্রবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন।

এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ইতিহাসে বাকশাল, দুর্ভিক্ষ এগুলোই আছে। তাদের ইতিহাস বিরোধীদলের ওপর নিপীড়ন নির্যাতন, মানুষ হত্যা, বিচার বহির্ভূত হত্যা। তার জন্য বিএনপির প্রতি তাদের এতো বিদ্বেষ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিনহা হত্যা-পুলিশের মামলার ৩ সাক্ষী দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে-দৈনিক মানবজমিন

মেজর অব. সিনহা মো: রাশেদ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার ৩ সাক্ষীকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। আজ শনিবার সকাল সোয়া ১১ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাবের একটি দল তাদের নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন।

রিমান্ডে নেয়া তিন আসামী হলেন- টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। গত ২৫শে আগস্ট তদন্ত কর্মকর্তা র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ্।

এর আগে গত ২০শে আগস্ট প্রথম দফায় তাদের ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ১১শে আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

বউকে ‘বোন’ পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি-দৈনিক প্রথম আলো

স্ত্রী ও এক খালাতো বোনকে ‘বোন’ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এক স্কুলশিক্ষক।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি পেতে জামালপুরের স্কুলশিক্ষক আশরাফুল আলম নিজের স্ত্রী ও খালাতো বোনকে জালিয়াতি করে বোন বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশরাফুলের বাবা সহিদুর রহমান মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটার সদ্ব্যবহার করে স্ত্রী ও খালাতো বোনকে চাকরি দিতে তিনি এ জালিয়াতি করেন।

আশরাফুল আলমের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ার চর গ্রামে। বর্তমানে তিনি মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে আশরাফুলের স্ত্রী নাসরিন আক্তার এখন খেয়ার চরে ও খালাতো বোন শাপলা আক্তার টুপকার চরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

নাসরিন আক্তার ও শাপলা আক্তারের বিরুদ্ধে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা সরন মিয়া। সরন মিয়া প্রথম আলোকে বলেন, আশরাফুল আলম চাকরি দেওয়ার কথা বলে আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন ঘটনাটি ফাঁস হওয়ায় তিনি এলাকা ছেড়েছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

কংগ্রেসের সাবেক সভাপতি  রাহুল গান্ধী

‌রাহুল সভাপতি হলে ২০২৪ লোকসভা নির্বাচনেও হার নিশ্চিত’, মত বিক্ষুব্ধ কংগ্রেস নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন 

গুলাম নবি আজাদ, কপিল সিবালদের পর এবার কংগ্রেসের আরও এক বিক্ষুব্ধ নেতা বিস্ফোরণ ঘটালেন। কংগ্রেসের বিদ্রোহী নেতাদের মধ্যে অন্যতম ওই নেতা বলছেন, রাহুল গান্ধী যদি ২০২৪ লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সভাপতি থাকেন, তাহলে দলের জেতার কোনও সম্ভাবনা নেই। ২০১৪ এবং ২০১৯ নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত কংগ্রেসের।

দিনকয়েক আগে দলের নেতৃত্বে বদল চেয়ে যে ২৩ জন নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন, নাম জানাতে অনিচ্ছুক এই নেতাও তাঁদের মধ্যে ছিলেন। তিনি বলছেন, ‘আমরা এমন কোনও জায়গায় নেই যাতে বলা যায়, ২০২৪ লোকসভায় রাহুলের নেতৃত্বে কংগ্রেস ৪০০ আসন জিতবে। আমাদের বুঝতে হবে ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা যথেষ্ট আসন পাইনি। সিমলা থেকে নাগপুর পর্যন্ত মাত্র ১৬টি আসন পেয়েছে কংগ্রেস। তার মধ্যেও আবার আটটা শুধু পাঞ্জাবেই। আসলে আজ বাস্তবের মাটি অন্য কথা বলছে। দল যদি কোনও বৈঠক ডাকে তাহলে আমি আমার মতামত জানাতে চাই।’ 

গত কয়েকমাস ধরেই রাহুলকে দলের সভাপতি পদে ফেরানোর দাবিতে আওয়াজ উঠছে কংগ্রেসের অন্দরে। একাধিকবার দলের নেতারা প্রাক্তন সভাপতিকে অনুরোধও করেছেন, দায়িত্ব ফিরিয়ে নিতে। বস্তুত দলের সিংহভাগ সমর্থকই এখনও রাহুলকেই নেতা হিসেবে পছন্দ করেন। কিন্তু যে ২৩ জন নেতা নেতৃত্বে বদল চেয়ে চিঠি লিখেছিলেন, তাঁরা অন্তত গান্ধী পরিবারের কাউকে আর সভাপতি পদে চাইছেন না। এই বিক্ষুব্ধ নেতা সেটাই স্পষ্ট করে দিলেন। তাঁর সাফ কথা, এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়। কংগ্রেসের উচিত ভারতের সংবিধান বাঁচানোর জন্য বিজেপির শক্ত বিকল্প হিসেবে উঠে আসা।

এদিকে ২৩ জন নেতার চিঠির পরও কংগ্রেসের নেতৃত্বের এখনও কোনও বদল হয়নি। দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রেখে দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকেই। যদিও শোনা যাচ্ছে, মাস ছ’য়েকের মধ্যেই অভ্যন্তরীণ নির্বাচনের আয়োজন করতে চায় দল।

কোভিডের আগের অব্যবস্থা নিয়ে কী বলবেন ‘ভগবানের দূত’? নির্মলাকে খোঁচা চিদম্বরমের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,

নির্মলা সীতারমন ও পি চিদাম্বরাম

অর্থনীতির দুর্দশা ও জিএসটি আদায়ের হাল বোঝাতে নির্মলা সীতারামন বলেছিলেন, ‘ভগবানের মার’ বা ‘অ্যাক্ট অব গড’। তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে কম কটাক্ষ শুনতে হয়নি দেশের অর্থমন্ত্রীকে। তাঁর সেই মন্তব্যকেই হাতিয়ার করে এ বার দেশের অর্থমন্ত্রীকে ‘ভগবানের দূত’ (মেসেঞ্জার অব গড) বলে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। 'ভগবানের মার' বলতে করোনাভাইরাসের সংক্রমণকে বোঝাতে চেয়েছিলেন নির্মলা। কিন্তু ইউপিএ জমানার অর্থমন্ত্রীর প্রশ্ন, কোভিড সংক্রমণের আগে যে আর্থিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী ছিল, সেটার দায় কার উপর চাপাবেন অর্থমন্ত্রী?

করোনাভাইরাস ও লকডাউনের জেরে জিএসটি আদায়ে রাজ্যগুলি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কেন্দ্রকে পূরণ করতে হবে বলে দাবি উঠেছে অ-বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে। কিন্তু কেন্দ্র তার বদলে রাজ্যগুলিকেই ধার-দেনা করার পরামর্শ দিয়েছে। এই প্রসঙ্গেই বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ‘‘কোভিডে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা অ্যাক্ট অব গড।’’

ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি: দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ৭৬ হাজার ছাড়াল। এসময় মারা গেছেন ১ হাজার ২১ জন। মোট মৃত্যু ৬২ হাজার ৫৫০ জন। মোট আক্রান্ত ৩৪ লাখ পেরোলো।দৈনিকগুলোতে বলা হয়েছে, টানা তিনদিন সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। আর সংবাদ প্রতিদিনের এ সম্পর্কিত এক খবরে লেখা হয়েছে প্রতিষেধক ছাড়া গতি নেই। টিকার সন্ধানে এবার মার্কিন সংস্থার সঙ্গে কথা হলো মোদি সরকারের।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯
 

ট্যাগ