কোভিডে জড়িত সব স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিতে চিকিৎসা সংগঠনের দাবি
(last modified Wed, 02 Sep 2020 13:44:41 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৯:৪৪ Asia/Dhaka

“কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ও চিকিৎসায় জীবন উৎসর্গকারী দেশের সকল চিকিৎসক-নার্স-টেকনোলজিস্ট-স্বাস্থ্যকর্মীদের স্মরণে আজ বুধবার কেন্দ্রীয়শহীদ মিনারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একটি সভা আয়োজন করেছে “ডক্টরসপ্লাটফর্ম ফর পিপলস হেলথ” ।

সংগঠনটির আহ্বায়ক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব স্মরণ সভায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা যেভাবে বৃদ্ধিপাচ্ছে তাতে দেশে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটা দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা খাতে যে বাজেট তাতে চিকিৎসা ব্যবস্থা টিকিয়ে রাখা যাবেনা।

তিনি চিকিৎসা সংস্কার আন্দোলনে সবাইকে পাশে থাকার আহবান জানান। সভায় ডক্টরস ফর হেলখ এন্ড এনভাইরনমেন্ট- এর সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ মানুষের স্বাস্থ্যের পাশা-পাশি পরিবেশের স্বাস্থ্যও ঠিক রাখার দাবি জানান।

এ প্রসংগে সভায় অংশগ্রহণকারী চিকিৎসক-রাজনীতিদ জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহবায়ক ডা. ফয়জুল হাকিম রেডিও তেহরানকে বলেন, গত ৫০ বছর ধরে সরকার জনগণের স্বাস্থ্য অধিকারকে অবজ্ঞা করে এসেছে। তাই জনগণের স্বাস্থ্যের অধিকারকে গণতান্ত্রিক অধিকারের  আন্দোলনের সাথে যুক্ত করে দেখতে হবে।

আজকের স্মরণ অনুষ্ঠান থেকে আট-দফা দাবি উত্থাপন করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে জীবন উৎসর্গকারী সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার-নার্স-মেডিকেল টেকনোলজিস্ট-স্বাস্থ্যকর্মীদের স্মরণে জাতীয়ভাবে একদিন শোক দিবসপালন করা; কোভিড সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা; কোভিড-১৯ সংক্রমণকালে যে সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের ছাটাই, বিনাবেতনে বাধ্যতামুলক ছূটি প্রদান বা বেতন হ্রাস করেছে-তার প্রতিকার করে ক্ষতিগ্রস্তদের চাকুরিতে পূনর্বহাল বা কর্তিত বেতন ফেরত প্রদান করা।

দেশে কোভিড চিকিৎসার  সম্পূর্ণ দায়িত্ব সরকারকে  বহন করা এবং জনপ্রত্যাশা অনুযায়ী দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংষ্কার ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় এ সভায়।

সভায় আরো দাবী করা হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে জনস্বাস্থ্য বিরোধী নীতি ও সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অযোগ্যতার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগসহ সাবেক স্বাস্থ্য সচিব, সাবেক স্বাস্থ্য মহাপরিচালক, সাবেক পরিচালক আইইডিসিআর ও অপকর্মে জড়িত অন্যান্যদের জবাবদিহীর আওতায় আনাতে হবে।  

একই সাথে সরকারি পর্যায়ে মাস্ক ও সুরক্ষাসামগ্রী ক্রয়ে দুর্নীতির সাথে জড়িতদের উপযুক্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ