সেপ্টেম্বর ১৮, ২০২০ ১৯:১৪ Asia/Dhaka
  • কুড়িগ্রামে বন্যা
    কুড়িগ্রামে বন্যা

চলতি মৌসুমে দুই দফা বন্যার ধকল সামাল দিতে না দিতেই আবারও বন্যার কবলে পড়েছেন বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ক’দিনের প্রবল বৃষ্টিপাত আর উজানের পানি নেমে আসার কারণে আন্তঃসীমান্ত নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে তৃতীয় দফায় বন্যা আঘাত হেনেছে উত্তরের এ দুটি জেলায়। পাশাপাশি, পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, গাছপালা, আবাদী জমি এবং স্কুলসহ বিভিন্ন স্থাপনা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, ধরলা নদীর পানি কুড়িগ্রামে বিপদসীমার ৩১ সেন্টিমিটার এবং লালমনিরহাটে ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবার ফলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে।  

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, তার ইউনিয়নের ধরলা নদী পাড়ের ১৩টি গ্রাম প্লাবিত হওয়ায় ১ হাজার ৩৫০টি পরিবারের সাড়ে ৫ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া ভাঙনে গত ৫ দিনে জগমোহনের চর গ্রামের ৭৯টি পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছেন।

নীলফামারীতে বন্যা (ফাইল ফটো)

সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

এদিকে, সারা দেশে সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

আজ (শুক্রবার) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সারা দেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে  রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ