অক্টোবর ০৩, ২০২০ ১৯:২৭ Asia/Dhaka

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ষষ্ঠ বারের মতো বন্যা কবলিত হয়েছে উত্তরের কয়েকটি জেলা। বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে এসব জেলার কয়েক লক্ষ মানুষ। নদী ভাঙনে বিলিন হয়ে যাচ্ছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা। সড়ক কালভার্ট ভেঙ্গে বিচ্ছিন্ন গয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার বাড়ছে বানভাসি মানুষের দুর্ভোগ।

গাইবান্ধায় আবারও বাঁধ ও সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। রাজশাহীর বাগমারায় ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। ধসে গেছে ২০০ বাড়িঘর। নাটোরের সিংড়ায় দুটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে,বিলীন হয়েছে বেশকিছু বাড়িঘর।  সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেছেন, নদীতে বাঁধের কারণে এবং নদীর গভীরতা কমে যাবার কারণে  বন্যার পানি  দুকুল ছাপিয়ে ঘর-বাড়ি ডুবিয়ে দিচ্ছে্।

ওদিকে, সিরাজগঞ্জে আবারও যমুনার পানি বৃদ্ধিতে আতঙ্কিত চরাঞ্চলের মানুষ। যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ার ফলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিম্নাঞ্চল  এবং  চরাঞ্চলের রোপা আউশ,মাশকলাই,মরিচ,স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষ

আবহাওয়া অফিসের রেকর্ড অনুসারে সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহ খানেক ধরে  প্রায় প্রতিদিন  দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে  মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। দেশের অভ্যন্তরে এবং সীমান্তের ওপারে এসময় এভাবে  বৃষ্টিপাতের কারণে উত্তরের নদ-নদীতে  পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

নদী ভাঙনে আতঙ্কে অসহায় মানুষ

ওদিকে,প্রমত্ত মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির দাপটে ভাঙছে  নোয়াখালী ও সন্দ্বীপের মাঝামাঝি অবস্থিত উড়িরচরের হাজার হাজার হেক্টর আবাদি জমি ও শত শত বসতবাড়ি। সেখানকার নদী তীরবর্তী বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। ভাঙনে ইত্যেমধ্যে এ চরের তিনটি ওয়ার্ডসহ অসংখ্য স্থাপনা উরির চরের মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে।  

স্থানীয়রা জানান,১৯৮৫ ও ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এই চরে ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটে। পরবর্তীতে সিডর,আইলা,মহাসেন,হুদহুদ,নার্গিস,রোয়ানু,আম্ফানসহ বিভিন্ন নামের  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এখানকার মানুষেরা এখনো বেঁচে আছে আসহায়ভাবে।  তিন থেকে চারবার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব প্রায় এখানকার মানুষ।   

অক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

এদিকে, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানানো হয়। এছাড়া অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে বলেও পূর্বাভাসে জানানো হয়। তবে এমাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া অফিস।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩


 

 

ট্যাগ