বাংলাদেশে নিরাপদ সড়ক দিবস পালিত: প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের অভিমত
(last modified Thu, 22 Oct 2020 12:32:31 GMT )
অক্টোবর ২২, ২০২০ ১৮:৩২ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে চতুর্থবারের মতো আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। 

‘নিরাপদ সড়ক দিবস ২০২০’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জানান, নিরাপদ সড়ক নিশ্চিতে সরকার সবকিছু করে যাচ্ছে। দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলি চিহ্নিত করে সড়ক প্রশস্ত করা হচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে প্রচুর পরিমাণে সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণে যেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষ যাতে এসব থেকে উপকৃত হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এ প্রসঙ্গে রেডিও তেহরানকে জানান, নিরাপদ সড়কের ব্যাপারে সব মহলে সচেতনতা সৃষ্টি হয়েছে কিন্তু সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্য এখনো সহনশীল পর্যায়ে নামেনি। এসময় তাদের প্রস্তাবিত দাবিসমুহ এবং দু’বছর আগে প্রণীত সড়ক পরিবহন আইনের পরিপূর্ণ বাস্তায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।  

এ প্রসঙ্গে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বলেন, সড়ক পরিবহণের ক্ষেত্রে অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে এটা ঠিক কিন্তু সড়কে মৃত্যু, যাত্রীদের দুর্ভোগ, মালিক-শ্রমিকদের বেপরোয়া দৌরাত্ন্যের অবসান হয় নি।  আর সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

মোজাম্মেল হক চৌধুরীর

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন বান্দরবানের পথে এক মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন।

এ আন্দোলনের ফল স্বরূপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' পালিত হয়ে আসছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ