ঢাকা, চট্টগ্রামের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সশরীরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
https://parstoday.ir/bn/news/bangladesh-i84198
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে গ্রহণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্তৃপক্ষও আজ জানিয়ে দিয়েছে; অনলাইনে নয়, কেন্দ্রে উপস্থিত হয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষা উপ-কমিটি এ সিদ্ধান্ত নেবে। 

করোনাভাইরাস মহামারীকালে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে গুচ্ছ পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে।

এ প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ রেডিও তেহরানকে বলেছেন, অনলাইনে ভর্তি পরীক্ষা নেবার মত বাস্তব সক্ষমতা আমাদের দেশে এখনো অর্জিত হয় নি। আর সরাসরি পরীক্ষা নেবার জন্য স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করা হল  ভর্তিচ্ছূদেরও আর্থিক সুবিধা হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, “আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি না। শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি না হলে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো কিংবা বড় কলেজগুলোতে পরীক্ষা নেব। এইচএসসির রেজাল্টের পর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। তবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হতো। সেটা কমিয়ে এবার পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরে। মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর। বাকি ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বর প্রশ্নোত্তর। 

ওদিকে, গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকেও সিদ্ধান্ত নেয়া হয়েছে, সরাসরিই ভর্তি পরীক্ষা নেয়া হবে। বরাবরের মতো এবারও বিভিন্ন ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্ন করা হবে। তবে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে- না বিভাগওয়ারী করা হবে- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।