জেএসসি,জেডিসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল দেয়া হবে
বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি আবারও একদফা বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
করোনার কারণে ইতোমধ্যেই এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে বাতিল করা হয়েছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং গ্রেড মূল্যায়ন সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক মু. জিয়াউল হক।
তিনি জানান, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রস্তুত করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।#
পার্সটুডে/এআরকে/১২