কথাবার্তা: সারাদেশে বিস্তৃত 'প্রতারণার' জাল,সিপিসিতে দিনে অভিযোগ ১২০০
(last modified Tue, 17 Nov 2020 10:02:26 GMT )
নভেম্বর ১৭, ২০২০ ১৬:০২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৭ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • বাসে কারা আগুন দিয়েছে তার অডিও রেকর্ড,ছবি সব আছে-প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • এএসপি শিপন হত্যা: মানসকি হাসপাতালের রেজিস্টার গ্রেফতার-বাংলাদেশ প্রতিদিন
  • ইসরাইলকে স্বীকৃতি দিতে ব্যাপক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইমরান খান-প্রথম আলো
  • দণ্ডিত পলাতক আসামিদের ধরতে তোড়জোড়-দৈনিক সমকাল
  • রয়টার্সের প্রতিবেদন-ফরাসি পণ্য বর্জন, দূতকে বহিষ্কারে পাকিস্তান সরকার-টিইএল চুক্তি-মানবজমিন
  • দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে-মন্তব্য মির্জা ফখরুলের-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ ভারত কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করছে-দৈনিক কালের কণ্ঠ 
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-কোতোয়ালি থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ভারতের শিরোনাম:

  • লাদাখ সঙ্কটের মধ্যেই ব্রিকস বৈঠকে আজ দ্বিতীয় সাক্ষাৎ মোদি চিনফিংয়ের-আনন্দবাজার পত্রিকা
  • রাহুলের পথের কাঁটা নন, তাই মনমোহনকে প্রধানমন্ত্রী করেন সোনিয়া! ফের বিতর্কে ওবামা -সংবাদ প্রতিদিন
  • বাংলাকে গুজরাট বানাবো’‌, বললেন দিলীপ ঘোষ -দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা(ফাইল ফটো)

বাসে কারা আগুন দিয়েছে তার অডিও রেকর্ড,ছবি সব আছে-প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাকের এ খবরে বলা লেখা হয়েছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ঢাকায় হঠাৎ কয়েকটি বাসে কারা আগুন দিয়েছে সেগুলোর অডিও রেকর্ড ও ছবিসহ সব তথ্য-প্রমাণ রয়েছে। বিএনপি বলছে, সরকারি এজেন্ট না কি বাসে আগুন দিয়েছে। আমরা ক্ষমতায় আছি, নিজেরা আগুন দিয়ে কেন বদনাম নেব? মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব। বাসে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজও রয়েছে আমাদের কাছে। ছবিও আছে। একেবারে পরিষ্কার।বিএনপির মিছিল চলে যাওয়ার পর গ্যাসলাইট দিয়ে কয়েক জন বাসে আগুন ধরিয়ে দেয়। বিএনপি নিজেরা আগুন দিয়ে সংসদে এসে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যেটিকে বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো।

বাংলাদেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে

মহামারি করোনা নিয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, করোনার সংক্রমণ আবার বাড়ছে। আর মানবজমিন লিখেছে, ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, করোনার দ্বিতীয় ঢেউ কি শুরু হয়ে গেল? উল্কা গতিতে বাড়ছে রোগী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে করোনার সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরেই শনাক্ত বাড়ছে। প্রতিদিনের শনাক্তের হারও বৃদ্ধির দিকে। দশ সপ্তাহের মধ্যে গতকাল সর্বাধিক শনাক্ত ২১শ’র কোটা ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের গতি কয়েকদিন বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই গতি আগামী এক সপ্তাহ চলতে থাকলে বলা যাবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তারা বলছেন, শনাক্তের বাইরেও কয়েকগুণ রোগী অশনাক্ত থেকে যাচ্ছে। শীতও শুরু হয়েছে। এর মধ্যেই দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও করোনার দ্বিতীয় ঢেউ কাবু হয়ে পড়েছে। তারাও আবার কড়া বিধিনিয়ম চালু করেছে। এদিকে মানবজমিনের অপর এক খবরে বলা হয়েছে,বাড়ছে সফল করোনা প্রতিষেধকের আশা।

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে তবে ব্যপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হয়েছে। খবরটি সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এখবরে বলা হয়েছে,আজ সকাল ১০ টার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট।সেখানে ৮ থেকে ১০ টি ট্রান্সফরামার রয়েছে।ট্রান্সফরমারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে।

সিপিসিতে দিনে অভিযোগ ১২০০,সারা দেশে বিস্তৃত ‘প্রতারণার জাল’দৈনিক যুগান্তর

বেশ কিছু ঘটনা তুলে ধরে দৈনিকটির ভয়াবহ এ প্রতিবেদনে লেখা হয়েছে,মো. হাসান অষ্টম শ্রেণি পাস। প্রযুক্তির সহায়তায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে গড়ে তোলে নিবিড় সম্পর্ক। নিজেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়েম্প এ সর্ককে আরও গভীরে নিয়ে যায়। হোয়াটসঅ্যাপ,ভাইবার, ইমু এবং ফেসবুক মেসেঞ্জারে আবেগাপ্লুত অবস্থায় কথা বলে ভিডিও কলে। আপত্তিকর ছবি, ভিডিও এবং কথোপকথন রেকর্ড করে রাখে। পরে ওইসব রেকর্ড দিয়ে শুরু হয় তার ‘ব্ল্যাকমেইলিং’। এভাবে হাসান ১০-১২ জন তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে আদায় করেছে মোটা অঙ্কের অর্থ। ৩০ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ।

হাসানের এমন প্রতারণার বর্ণনা যুগান্তরের কাছে তুলে ধরলেন ডিএমপির শ্যামপুর থানার ওসি মফিজুল আলম। শুধু হাসানই নয়, এমন অসংখ্য প্রতারকের ফাঁদে আটকা পড়ছেন সাধারণ ও নিরীহসহ বিভিন্ন পেশার মানুষ। সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। ঘরেবাইরে সব জায়গায় প্রতারণার ফাঁদ। অভিনব কৌশলে প্রতারণার জাল বিস্তৃত হচ্ছে রাজধানীসহ সারা দেশে।

সিআইডি) সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) প্রতিদিন গড়ে প্রতারণার এক হাজার ২০০ অভিযোগ আসছে। তবে এই পরিসংখ্যান প্রতারণার প্রকৃত তথ্য নয়। বাস্তবে আরও অনেক বেশি ঘটনা ঘটছে। এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর হাতে গত ১১ মাসে গ্রেফতার হয়েছে ৪ শতাধিক প্রতারক। খবর সংশ্লিষ্ট সূত্রের।আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই মুহূর্তে দেশে আর্থিক প্রতারণা বেশি হচ্ছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, এক শ্রেণির প্রতারক বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের সামনে দামি গাড়ি আর কেতাদুরস্ত পোশাক পরিধান করে মোবাইল ফোনে কথা বলতে থাকে। তারা এটিএম বুথ থেকে টাকা তোলা ব্যক্তিদের টার্গেট করে। খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কোনো নারী গাড়ির ভেতর থেকে উঁকি দিয়ে বলেন: ভাইয়া, অমুক ঠিকানাটা কোথায়?

টার্গেট করা ব্যক্তি কাছে যাওয়া মাত্রই জোর করে গাড়িতে তুলে কালো কাচের দরজা লাগিয়ে দেয় প্রতারক চক্রের সদস্যরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা ডেভিট, ক্রেডিট, মাস্টার বা ভিসা কার্ডের গোপন পিন নম্বর জেনে বিভিন্ন বুথ থেকে টাকা তুলে নেয়। কোনো কোনো ক্ষেত্রে কয়েকদিন আটকে রেখে ব্যাংকে থাকা সব টাকা তুলে নেয়ার ঘটনাও ঘটছে।

নানা অপকর্মে অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া সমাজের বিত্তবানদের টার্গেট করে তার গুলশানের আলিশান অফিসে নিয়ে যেতেন। সেখানে আপত্তিকর ছবি তুলে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিআইডির সহকারী পুলিশ সুপার জিসানুল হক বলেন, প্রতারক চক্রের সদস্যদের মধ্যে একজন জমির মালিক সেজে অভিনব পন্থায় সহযোগী দালালদের মাধ্যমে ক্রেতা ঠিক করে তা বিক্রি করার কথা বলে মানুষজনকে প্রতারিত করছে।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

এবার মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য ওবামার,ভারতজুড়ে তোলপাড়-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার  স্মৃতিকথা ‘আ প্রমিসড ল্যান্ড’ বইয়ে রাহুল গান্ধী সম্পর্কে যে বক্তব্য রয়েছে,তাকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেবল কংগ্রেসই নয়, শিব সেনাও কটাক্ষ করেছে ওবামাকে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে,ওবামার বইতে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কেও বিস্ফোরক দাবি করা হয়েছে। যা ইতিমধ্যেই বিজেপির হাতিয়ার হতে শুরু করেছে।এমনিতে মনমোহন সম্পর্কে ঢালাও প্রশংসাই করেছেন ওবামামনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব সম্পর্কে এত কথা বলার মাঝেই বিতর্কে ইন্ধন জুগিয়ে ওবামা লেখেন, ভারতীয় রাজনীতি ধর্ম, জাতপাতের মধ্যেই নিমজ্জিত রয়েছে। মনমোহনের প্রধানমন্ত্রীর মসনদে বসাকে অনেকেই সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের উন্নতির এক প্রতীক বলে মনে করে। কিন্তু আসল ব্যাপারটা আদৌ তা নয়।

ওবামা পরিষ্কার দাবি করেছেন,‘‘একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, সোনিয়া গান্ধী মনমোহনকে বেছে নিয়েছিলেন, তার পিছনে কারণ ছিল। আসলে সেই অর্থে জাতীয় রাজনীতিতে কোনও ভিত না থাকা একজন অগ্রজ শিখ নেতা তাঁর চল্লিশ বছরের ছেলের জন্য ঝুঁকিবহুল হবেন না, এটা বুঝতে পেরেই তাঁকে প্রধানমন্ত্রী করেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।’’তবে কেবল কংগ্রেসই নয়, বিজেপিকেও অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের ‘বিভাজনমূলক রাজনীতি’র।

বাংলাকে গুজরাট বানাবো’‌, বললেন দিলীপ ঘোষ-দৈনিক আজকাল

বাংলাকে গুজরাত বানাতে চাইছে বিজেপি। এবার এই দাবি করলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় বেকারত্বের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি, চাকরির সন্ধানে বাইরের রাজ্যে যেতে হয় এখানকার ছেলেমেয়েদের। বাংলা গুজরাট হলে এখানেই তাঁরা কাজ পাবেন। বারাসাতের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাকে গুজরাট বানাতে চাইছি। দিদিমনি মাঝে মধ্যে বলেন, গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে। আমি, একশ’‌বার হচ্ছে। পশ্চিমবঙ্গকে গুজরাট বানাবো। আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে। কাউকে গুজরাট যেতে হবে না। আপনি টাটার কারখানা বন্ধ করে দিয়ে ভোট জিতবেন আর আমাদের ভিখারি হতে হবে? ওই টাটাই গুজরাটে গিয়ে কারখানা করেছে। ২৪ ঘন্টার মধ্যে জমি দিয়েছি আমরা।’‌  

পাল্টা ফিরহাদ হাকিম বলেন,‘গুজরাত-উত্তরপ্রদেশে এনকাউন্টারে মারা যায়। এখানে দুষ্কৃতীদের আদালতে হাজির করা হয়। কিন্তু ওখানকার নিয়ম, ওরা এনকাউন্টারে মেরে দেয় সেই জন্য আমরা বাংলাকে গুজরাত করতে দিতে চাই না। আর ওই ন্যানো কারখানাটাও বন্ধ হয়ে গেছে।’‌

‘লভ জিহাদ’ রুখতে কড়া আইন আনা হবে, জানাল মধ্যপ্রদেশ সরকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

উত্তরপ্রদেশ, কর্নাটক এবং হরিয়ানার পর এ বার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিল, ‘লভ জিহাদ’ রুখতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।তিনি জানান,এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হবে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যাঁরা জড়িত থাকবেন তাঁদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। মিশ্র বলেন, “স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে।”গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তাঁর সরকার ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। ওই একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান হরিয়ানা সরকারও এর বিরুদ্ধে আইন আনবে। সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। চলতি বছর ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্র জানিয়েছিল, কোনও কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জিহাদে’র অস্তিত্ব নেই। দিন কয়েক আগে হরিয়ানার ফরিদাবাদের কাছে বল্লভপুরে একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নিকিতা তোমর নামের ২১ বছরের এক তরুণীকে কলেজের সামনেই গুলি করে খুন করা হয়। অভিযুক্ত দুই যুবকই ভিন্ন ধর্মের। অভিযোগ ওঠে ‘লভ জিহাদ’-এর। তার পরই বিজেপি শাসিত তিন রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক এ নিয়ে সুর চড়াতে শুরু করে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
     

ট্যাগ