পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি: বিভিন্নমহলের প্রতিক্রিয়া
(last modified Thu, 03 Dec 2020 13:53:39 GMT )
ডিসেম্বর ০৩, ২০২০ ১৯:৫৩ Asia/Dhaka

পূর্বানুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশ করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ সতর্কতা জারি করেছে।

ডিএমপি’র নির্দেশনায় ঢাকা মহানগরের নাগরিকদের জান-মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বানুমতি ব্যতীত কোনোরূপ মিছিল,সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম গ্রহণ এবং এ জন্য শব্দযন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া কেউ এরূপ কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহানগরে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছে।

তবে,তাৎক্ষণিকভাবেই সভা-সমাবেশের ওপর এমন নিষেধাজ্ঞা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি।

গতকাল  এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন,অনুমতির নামে সরকার রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণ করছে,জনগণের অধিকার হরণ করছে। রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত করছে। মূলত: প্রশাসনকে অপব্যবহার করে জনরোষ ও গণআন্দোলন থেকে নিজেদের রক্ষা করতে সরকার সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকার হরণ করছে। তিনি বলেন,সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।

এই আদেশ সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থি উল্লেখ করে ডিএমপি’নির্দেশনাকে গণবিরোধী আখ্যায়িত করে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক রেডিও তেহরানকে বলেছেন,সরকারের এ নির্দেশনাকে সমালোচনা করার আগে বিএনপিকে আত্ম-সমালোচনা করতে হবে। কারণ,জিয়াউর রহমানের সরকারই ডিএমপি প্রতিষ্ঠাকালে অধ্যাদেশের মাধ্যমে সভা-সমাবেশ করার জন্য অনুমতি নেবার  বিধান পাস করেছিল। আগেও এটি অগণতান্ত্রিক বিধান  ছিল এখনো এটা  অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী বিধান যা  জনগণ কোনভাবেই  মানতে বাধ্য নয়।

অনূরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী নারী ফোরামের যুগ্ম আহবায়ক আমেনা আখতার রেডিও তেহরানকে জানান,সভা-সমাবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে স্বৈরশাসকেরা তাদের ক্ষমতায় থাকাটা নিরাপদ করতে চায়। কিন্তু  শ্রমিক-কৃষক- মেহনতি মানুষ তাদের অধিকারের রক্ষা করতে  রাজপথে প্রতিবাদ আব্যাহত রাখবে এবং এরকম অন্যয় বিধি-নিষেধ অবশ্যই অমান্য করবে।

অনুমতি ছাড়া রাজধানীতে সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া নির্দেশনার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে  ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে  সম্প্রতি রাজধানীর  কয়েকটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন,দেশের এই ক্রান্তিকালে,এই দুর্যোগের মুহূর্তে ডিএমপির একটি নোটিস মর্মাহত করেছে। মানুষ চলাফেরা করতে পারবে না। সভা সমাবেশ করার জন্য অবশ্যই পুলিশকে অবহিত করা হবে। কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না,এটা সবার জানা কথা। কাউকে সংবর্ধনা দিতে দিবেন না, বক্তব্য রাখতে দিবেন না,সমালোচনা করতে দিবেন না,এটা ভালো কাজ না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য।

তিনি বলেন,সভা সমাবেশের জন্য আপনাদেরকে জানানো হবে যাতে আপনারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেন। যতগুলো বিশৃঙ্খলা হয়েছে তার জন্য সরকারই দায়ী। আজকে ভাস্কর্য-মূর্তির ঝামেলা তৈরি করতে সরকার একদিকে মদদ দিয়েছে অন্যদিকে যখন দেখছে সামাল দেয়া যাচ্ছে না তখন এই অবস্থা!

সরকারের কাছে আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন,ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। মিছিল মিটিংয়ে হস্তক্ষেপ করবেন না। #

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/০৩

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ