বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু: খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে আ.লীগ নেতাদের অভিযোগ ও মামলা
(last modified Wed, 09 Dec 2020 12:33:04 GMT )
ডিসেম্বর ০৯, ২০২০ ১৮:৩৩ Asia/Dhaka

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন,ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে এখনও করছে ।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না। রাজনৈতিক কারণেই তাদের কোনও আগ্রহ নেই। কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশ ছিল।  খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।

ওবায়দুল কাদের আরো বলেন,এ দেশের মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধের চেতনা,সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তখনও বিএনপি নেতারা প্রকাশ্যে কথা বলতে চান না। বিএনপি প্রকারান্তরে তাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে।

বিএনপিকে ড. হাছান মাহমুদ: অবস্থান স্পষ্ট করতে হবে

অপরদিকে,ভাস্কর্য ইস্যুতে চলমান বিতর্কে  নিজেদের  অবস্থান পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (৯ ডিসেম্বর)যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এই আহ্বান জানান।

তাছাড়া,সাবেক তথ্যমন্ত্রী ও  জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে পুরো দেশ যখন ক্ষুব্ধ তখনও অতীতের মত বিএনপি নীরবতা পালন করে কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষেই অবস্থান নিয়ে উসকানি দিচ্ছে।

হাসানুল হক ইনু

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে  আজ বুধবার (৯ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের কেন্দ্রস্থলে  বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণস্থলে আয়োজিত এক  সমাবেশে  হাসানুল হক ইনু বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা। সবসময় তারা বাংলাদেশের বিপক্ষে ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুংকার ছেড়েছে।

ওদিকে,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এবার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,তাঁর পুত্র ও  দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 

আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মর্মে একটি মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি আইনজীবী এ বি সিদ্দিকী।  একই মামলায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী,বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মানুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকে মূল আসামি করা হয়েছে।

উল্লেখ্য,৪ ডিসেম্বর  শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে পৌরসভার আর্থায়নে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর  করা হয়। এ মামলায় ইতোমধ্যে স্থানীয় দু’জন মাদ্রাসা ছাত্র এবং দু’জন শিক্ষককে আটক করে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।  #

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/০৯

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ