করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ- সিইসি: ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i93000-করোনার_চেয়ে_নির্বাচন_বেশি_গুরুত্বপূর্ণ_সিইসি_২৪_ঘণ্টায়_আরও_৩৯_জনের_মৃত্যু
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ১২, ২০২১ ১৭:৫৩ Asia/Dhaka
  • কে এম নুরুল হুদা
    কে এম নুরুল হুদা

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র।

আজ (শনিবার) বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, 'পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কোভিড পরিস্থিতি শুরুর পর পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি।'

উল্লেখ্য, আগামী ২১ জুন বরিশাল বিভাগের ১৭৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে ২৬ ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নগুলোতে শুধু সদস্য পদে নির্বাচন হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি  আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়িও কওমি মাদ্রাসাসমূহের     চলমান ছুটি আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ জুন ২০২১ তারিখে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সিলেটে মাজারে ওরশ বন্ধ

সিলেটসহ সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এবারও শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরস আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপিত হবে না। আগামী ১ ও ২ জুলাই ৭০২তম বার্ষিক ওরস আয়োজনের কথা ছিল।

আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল (রহ.)–এর দরগাহ কার্যালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়ে জানান মাজারের মোতোয়ালি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান। করোনার পরিস্থিতির কারণে গত বছরও ৭০১তম বার্ষিক ওরস আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপিত হয়নি।

করোনার সর্বশেষ দংশন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭১ জনে। 

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট লাখ ২৪ হাজার ৪৮৬ জন। এর আগে শুক্রবার করোনাভাইরাসে ৪৩ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯০টি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।