বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, আগস্টে আসছে পৌনে দুই কোটি টিকা
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা– দু’টোই একদিনের ব্যবধানে কমেছে। তবে সংক্রমণ শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ১৬ হাজার ১৮৯ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৮৫ জনের মধ্যে ১২১ জন পুরুষ ও ৬৪ জন নারী। এদের মধ্যে ৭০ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, রংপুরে ১১, বরিশালে ১০, সিলেটে ৭ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
১০ দিনে সাত শতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত
পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিনে ৭১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন পুলিশ ও ১ জন র্যাব সদস্যসহ মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জন পুলিশ ও ৬ জন র্যাব সদস্য মারা গেছেন।
বর্তমানে ১ হাজার ১৭৪ জন পুলিশ ও ৮৮ জন র্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার পুলিশসদর দফতর থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৯০৫ জন পুলিশ বিভাগে এবং ২ হাজার ৯১৪ জন র্যাবে কর্মরত
আগস্টের আসছে পৌনে দুই কোটি ডোজ টিকা
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটি ১০ লাখ টিকা আসবে।
আজ (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাব। আমরা চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাব। অর্থাৎ, আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে।’
হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। আপনাদের সেটা বুঝতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোকবল যুক্ত হয়েছে স্বাস্থ্য খাতে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে
এদিকে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছ। এ জন্য শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এর পরিপ্রেক্ষিতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের ১২ জুলাইয়ের মধ্যে টিকা গ্রহণসংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।