আগস্ট ০৫, ২০২১ ২০:৩৫ Asia/Dhaka
  • আবারো কথা ঘুরিয়ে নিয়েছে সরকার:  এনআইডি ছাড়া টিকা নয়, গণটিকা ১৪ আগস্ট থেকে

কোভিড ১৯ সংক্রমন মোকাবেলায় বাংলাদেশে প্রস্তুতি ও কাজের সমন্বয় নিয়ে শুরু থেকেই নানা মহল থেকে সমালোচনা চলে আসছে। বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর ভহাবহতার মাঝে এ দিকটি আরও প্রকটভাবেও ধরা পরছে।

লকডাউনে বাইরে আসার জন্য পুলিশ পাস, শিথিল লকডাউন, কঠোর লকডাউন, বিধিনিষেধের মাঝে গনপরিবহন বন্ধ রেখে কল-কারখানা খুলে দেওয়া, বিধিনিষেধের কার্যকর করতে সেনা-বিজিবি-পুলিশ নিয়োগ, ভ্রাম্যমান আদালত পরিচালনা এ সব ব্যবস্থা একদিকে সাধারণ নাগরিকদের জন্য বিড়ম্বনার কারণ হয়েছে ; অন্যদিকে তা অনেকের কাছে  টম এন্ড জেরি কার্টুনের মতো তামাসায় রূপ নিয়েছে।

মাত্র দু’দিন আগে (মঙ্গলবার) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কেউ বাইরে বের হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সেদিন রাতেই স্বাস্থ্য মন্ত্রানালয় থেকে বলা হল, না এমন কোনও সিদ্ধান্ত হয়নি। ঠিক পরদিন  মন্ত্রী মোজাম্মেল হক তার আগের দিনের কথা ঘুরিয়ে নিলেন।  জানালেন এ সিদ্ধান্ত আপাতত: স্থগিত।

মঙ্গলবারের সেই একই সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন ৭ আগস্ট থেকে দেশব্যাপী গণটিকা দেওয়া শুরু হবে ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে। পুর্ব রেজিস্ট্রেশন ছাড়া এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেওয়া যাবে। আর এন আইডি না থাকলেও বিশেষ ব্যাবস্থায় টিকা দেওয়া হবে ।

এদিকে, আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, টিকাদান কর্মসূচি সাতদিন পেছানো হয়েছে। আর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা দেয়া হবে  না।

করোনা মোকাবেলায় সরকারের ভূমিকাকে লেজেগোবরে অবস্থা বলে বর্ণনা করে বিরোধী রাজনৈতিক দল বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চারদিন আগেই বলেছেন,  সরকার টীকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে ১ কোটি টীকা দেয়ার ঘোষণা দিয়েছে। যা জনগণের সাথে প্রতারণা ব্যতীত কিছুই নয়। প্রতি মাসে ১ কোটি টীকা দেয়ার জন্য টীকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রীর এইসব উক্তি এখন হাস্যকর হয়ে উঠেছে। এগুলো যে ফাঁকা বুলি তা বুঝতে বাকি নেই জনগণের। সরকারকে অযোগ্য এবং ব্যর্থ হিসেবে অভিহিত করে সকল দায়দায়িত্ব মাথায় নিয়ে অবিলম্বে পদগত্যাগের দাবি জানিয়েছেন  বিএনপি মহাসচিব।  

স্বাস্থ্য অধিদফতরের নতুন ব্যাখ্যা :

আজ (বৃহস্পতিবার) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম জানিয়েছেন, করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৭ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও  নতুন সিদ্ধান্ত অনুযায়ী একার্যক্রম ১৪ আগস্ট থেকে শুরু হবে । বিশৃঙ্খলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. খুরশীদ আলম বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। লকডাউনে পরিবহনে সমস্যার  কারণে ৭ আগষ্ট গণটিকার  “রান টেস্ট” , আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু হবে ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গতকাল গণমাধ্যমকে জানান, আপাতত বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেয়া যাবে না। যাঁরা নিজেরা নিবন্ধন করতে পারবেন না, তাঁদের নিবন্ধন করতে সহায়তা করবেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা। এমনকি যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা দ্রুত সময়ের মধ্যে যাতে জাতীয় পরিচয়পত্র করতে পারেন, সে জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষকে এরই মধ্যে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মাঠ পর্যায়ে (মহানগরের বাইরের) টিকার পরিকল্পনার বিষয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, আমাদের দেয়া নির্দেশনা অনুসারে সাত দিনব্যাপী টিকাদান কর্মসূচি ঠিক করা হলেও বাস্তবে টিকা দেয়া হবে তিন দিন। ওই সাত দিনের মধ্যে শুক্রবার টিকা দেয়া হবে না, আর বাকি তিন দিন অন্যান্য রোগের নিয়মিত টিকাদান চলবে।

কতজন টিকা নিয়েছে?

প্রায় সতের কোটি জনসংখ্যার বাংলাদেশে এ পর্যন্ত  ১ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ২০১ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৬ লাখ ৯৭ হাজার ৪১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৯১ হাজার ৭৮৪ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ৩৮ হাজার ৮৩৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৯ লাখ ৬৯ হাজার ৬৫১ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৪৪৯ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৯ লাখ ২৬ হাজার ২৬৩ জন।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

 

ট্যাগ