সেপ্টেম্বর ০৮, ২০২১ ২০:৫১ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে মাস্ক ও ব্রুশিয়ার বিতরণ

করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শাখা মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে। আজ (বুধবার) শহরের মুক্তমঞ্চ, গুরুদয়াল কলেজ সড়ক ও খড়মপট্টি এলাকায় সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তাদেরকে রেডিও তেহরানের পরিচিতিমূলক ব্রুশিয়ারও দেওয়া হয়। 

গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ডায়াবেটিস হাসাপতালের প্রধান চিকিৎসক ডা. সুশীল কুমার শীল।

ক্লাবের সদস্যরা মুক্তমঞ্চ, গুরুদয়াল কলেজ সড়ক ও খড়মপট্টি এলাকা ঘুরে ঘুরে যেসব পথচারী ও দোকানদারেরা মাস্ক ব্যবহার করেননি, তাদের মাস্ক পরিয়ে দেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। 

প্রধান অতিথির ভাষণে ডা. সুশীল কুমাল শীল মহতী এ উদ্যোগের জন্য আইআরআইবি ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা ভাইরাস পৃথিবীতে থেকে একেবারে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। তাই আমাদেরকে নতুন এ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার অভ্যাস করতে হবে। সেজন্য অবশ্যই টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহার করা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের আত্মীয়স্বজন ও পড়শীদেরকেও সচেতন করে তুলতে হবে। কেননা, আমাদের আত্মীয়স্বজন ও পড়শীরা নিরাপদ থাকলে আমরা নিজেরা নিরাপদ থাকব। বেতার শ্রোতাদেরকে এমন মহতী কাজে উৎসাহী করে তোলার জন্য তিনি রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মোঃ শাহাদত হোসেন বলেন, রেডিও তেহরান আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বেতার কেন্দ্র। সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ছাড়াও এ বেতার কেন্দ্রটি ইরান ও ইসলাম সম্পর্কিত বেশ কিছু অনুষ্ঠান নিয়মিত প্রচার করে থাকে। ফলে বিশ্বের যাবতীয় ঘটনাবলী জানার সাথে সাথে ইসলাম ও ইরানকে জানা সম্ভব হয় এ বেতার কেন্দ্রর অনুষ্ঠানের মাধ্যমে।

তিনি আরো বলেন যে, বর্তমানে শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক লাইভ ও ইউটিউবের মাধ্যমে বাংলা অনুষ্ঠান প্রচার করা হচ্ছে যাতে শ্রোতারা অতি সহজে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে পারেন। তাছাড়া যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ওয়েবসাইট পার্সটুডে। এতে বিশ্বের সর্বশেষ ও তরতাজা থবরগুলো ছবিসহ আপলোড করা হয়। আপলোড করা হয় রেডিও তেহরানের অন্যান্য অনুষ্ঠানও।

মাস্ক ও ব্রুশিয়ার বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া, অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম তামিম, কার্যকরী সদস্য শরীফ মিয়া, কার্যকরী সদস্য প্রশান্ত রায় ও কার্যকরী সদস্য শরিফুল ইসলাম আশিকসহ অনেকে।#
  

 
বার্তাপ্রেরক
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ