অক্টোবর ১৭, ২০২১ ১৬:৩৪ Asia/Dhaka
  • জবি ছাত্রদলের আহত দুই নেতা
    জবি ছাত্রদলের আহত দুই নেতা

বাংলাদেশের রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে সাদর সম্ভাষণ জানাতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মেহেদী হাসান হিমেল এবং শাহরিয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রসংগঠন হিসেবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা যখন শিক্ষার্থীদের মাস্ক, কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম তখন ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। আমাদের আহত করাই প্রমাণ করে যে, তারা কখনো শিক্ষার্থীবান্ধব ছিল না। ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসে সহবস্থানের নিশ্চয়তা দাবি করেছেন। 

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মফিজুর রহমান হামিম বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেইটে কিছু অছাত্র, ছাত্রদলের নেতা-কর্মী শিক্ষার্থীদের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। এ সময়  উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ন মধুর ক্যান্টিনে শো-ডাউন

এদিকে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার প্রেক্ষাপটে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জমায়েত হন ছাত্রদল নেতা-কর্মীরা।  তবে ছাত্রদলের আসার খবর জেনে আগে থেকেই থেকেই মধুর ক্যানটিনের ভেতরে  বাইরে মোতায়েন ছিল ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

সকাল ১০টা নাগাদ ছাত্রদল নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে প্রবেশ করলে তাদের ঘিরে ধরে সরকারি দলের বিপুলসংখ্যক কর্মী ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি বলে স্লোগান দিতে থাকে।  এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন। এ ঘটনায় কোনো অভিযোগ না করে ছাত্রদলের নেতারা ছাত্রলীগের কাছে ‘আরও সহনশীলতা’ প্রত্যাশা করেছেন।

রাবিতে আবাসিক হলে শিক্ষার্থীদের বরণ করেছে প্রশাসন 

অপরদিকে, করোনা মহামারির দেড় বছরেরও বেশি সময় বন্ধে থাকর পর আজ রোববার সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। এ সময় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গোলাপ, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেয় হলপ্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে উঠতে পারছে এটি আনন্দের। তবে বর্তমান পরিস্থিতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। হলে উঠার আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। এটি ছাড়া হল ও ক্লাস রুমে প্রবেশ করা যাবে না। ’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা হলে উঠার পর কেউ অসুস্থ হলে তাকে  আইসোলেশনে রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আইসোলেসন রুম ও মেডিকেলে করোনা ডেডিকেট একটি বেড রাখা হয়েছে। কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুতই তার করোনা টেস্টের ব্যবস্থা করা হবে। এ ছাড়া এখনো যারা টিকার রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুতই রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন রাখা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ