চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা
পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত
কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। গতকাল (শুক্রবার) এক টেলিভিশন ভাষণে তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন।
শেখ মিশাল আল-আহমদ আল-সাবাহ বলেছেন, ‘কুয়েত সম্প্রতি বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যার ফলে দেশ বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ নিয়ে দ্বিধা বা দেরি করার কোনো সুযোগ নেই।’ এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরীয় এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।
কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।
২০২০ সালের ১৬ ডিসেম্বর সৎভাই শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুবরণ করলে আমির হিসেবে দায়িত্ব পান শেখ মিশাল। এর চারদিন পর পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে আমিরের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।