রাফায় ইসরাইলি আগ্রাসনের কারণে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i137632-রাফায়_ইসরাইলি_আগ্রাসনের_কারণে_যুদ্ধবিরতির_আলোচনা_স্থগিত_হয়েছে
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের ব্যাপারে যে পরোক্ষ আলোচনা চলছিল তা সীমান্তবর্তী রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসনের কারণে বন্ধ হয়ে গেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৪, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি ট্যাংক
    গাজায় ইসরাইলি ট্যাংক

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের ব্যাপারে যে পরোক্ষ আলোচনা চলছিল তা সীমান্তবর্তী রাফাহ শহরে ইসরাইলের আগ্রাসনের কারণে বন্ধ হয়ে গেছে। 

তিনি বলেন, “বিশেষ করে গত কয়েক সপ্তাহে আমরা আলোচনায় খুবই অগ্রগতি দেখছিলাম কিন্তু দুঃখজনকভাবে কিছু জিনিস সঠিকভাবে এগোয়নি এবং এই মুহূর্তে আলোচনা প্রায় অচলাবস্থার মধ্যে পড়েছে। রাফাহ শহরের ঘটনা অবশ্যই আমাদেরকে পেছনে ঠেলে দিয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানী দোহায় একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো এই অচলাবস্থা দূর করার জন্য কাজ করবে। শেখ মোহাম্মদ বলেন, সবাইকে আমরা পরিষ্কারভাবে বলছি যে, আমাদের কাজ খুব সীমিত পর্যায়ের এবং সেটি শুধুমাত্র মধ্যস্থতার মধ্যে সীমাবদ্ধ। আমরা সেইসব কাজ করব যা আমরা এগিয়ে নিতে পারব।

কাতারি প্রধানমন্ত্রী জানান, বন্দীদের মুক্তি এবং সাত মাস ধরে চলা গাজা যুদ্ধ অবসানের বিষয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য ছিল। এক পক্ষ চেয়েছিল যুদ্ধ অবসানের পর বন্দী বিনিময়ের ব্যাপারে আলোচনা হবে। অন্যপক্ষ বন্দীদের মুক্তি এবং যুদ্ধ অব্যাহত রাখতে চেয়েছিল। ফলে দুই পক্ষের চাওয়ার মধ্যে কোন অভিন্নতা ছিল না যা একটি ফলাফল এনে দিতে পারে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪