আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা
‘গাজায় ইসরাইলের গণহত্যা নতুন ও ভয়াবহ স্তরে পৌঁছেছে’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা নতুন এবং ভয়াবহ স্তরে পৌঁছেছে বলে মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকা। গাজার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসন বন্ধের দাবিতে দায়ের করা মামলার প্রথম শুনানিতে গতকাল বৃ(হস্পতিবার) হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা একথা বলেছে।
নেদারল্যান্ডে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ভুসিমুজি ম্যাডোনসেলা মামলার শুনানিতে বলেন, ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাদের রক্ষার জন্য আদালতের প্রতি তিনি বাড়তি পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বলেন, “যখন আমরা সর্বশেষ এ আদালতে উপস্থিত হয়েছিলাম তখন আশা করেছিলাম যে, ফিলিস্তিন এবং এর জনগণকে রক্ষার জন্য ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন বন্ধ করতে ব্যবস্থা নেবে আদালত কিন্তু তা হয়নি বরং ইসরাইলি গণহত্যা অব্যাহত রয়েছে এবং তা গতি পেয়ে নতুন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।”
গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকালের শুনানিতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী ভন লোয়ে বলেন, ইসরাইলি আগ্রাসনের কারণে বাস্তব পরিস্থিতি যতটা ভয়াবহ তাতে ঘনবসতিপূর্ণ রাফাহ শহরের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের পক্ষ থেকে নতুন পদক্ষেপ নেয়ার প্রয়োজন হয়ে পড়েছে। গাজা এবং ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার ক্ষেত্রে রাফাহ আগ্রাসন সর্বশেষ পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।