প্রেসিডেন্ট রায়িসি ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার: পুতিন
https://parstoday.ir/bn/news/event-i137884-প্রেসিডেন্ট_রায়িসি_ছিলেন_অত্যন্ত_নির্ভরযোগ্য_একজন_অংশীদার_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইরানি সমকক্ষ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদাতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রুশ পার্লামেন্ট দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসির মৃত্যুকে ‘বড় ধরনের ক্ষতি’ বলেও মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০২৪ ১৫:৪৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইরানি সমকক্ষ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদাতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রুশ পার্লামেন্ট দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসির মৃত্যুকে ‘বড় ধরনের ক্ষতি’ বলেও মন্তব্য করেছেন।

পুতিন বলেন, “প্রেসিডেন্ট রায়িসির মৃত্যু সবার আগে ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি। তিনি [আমাদের জন্য] ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার, একজন আত্মবিশ্বাসী মানুষ যিনি তার দেশের জাতীয় স্বার্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।”

মরহুম রায়িসিকে ‘প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ’ হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “তার সঙ্গে কোনো চুক্তি হলে আমরা এ ব্যাপারে নিশ্চিত থাকতাম যে, চুক্তিটি বাস্তবায়িত হবেই।”

পুতিন আরো বলেন, রায়িসি প্রশাসনের সঙ্গে যে সহযোগিতা ছিল ইরানের পরবর্তী প্রশাসনের সঙ্গেও একই রকম ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় রাশিয়া। তেহরান-মস্কো সম্পর্কের উন্নয়ন আগের গতিতে অব্যাহত রাখা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গত রোববার বিকেলে ইরানের উত্তরাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট রায়িসি ও তার পররাষ্ট্রমন্ত্রীসহ নয় আরোহী।  প্রেসিডেন্ট পুতিন এ সম্পর্কে আরো বলেছেন, ওই কপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।