মিশরের সাথে সম্পর্ক উন্নয়নে রায়িসির নীতি অব্যাহত থাকবে
https://parstoday.ir/bn/news/event-i137902-মিশরের_সাথে_সম্পর্ক_উন্নয়নে_রায়িসির_নীতি_অব্যাহত_থাকবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মিশরসহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিষয়ে শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির প্রশাসন যে নীতি গ্রহণ করেছিল তা অব্যাহত থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৩, ২০২৪ ১২:১৫ Asia/Dhaka
  • ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি
    ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মিশরসহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিষয়ে শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির প্রশাসন যে নীতি গ্রহণ করেছিল তা অব্যাহত থাকবে।

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সাথে বৈঠকের সময় এ মন্তব্য করেন আলী বাকেরি কানি। ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের নামাজে জানাজা অনুষ্ঠানে যোগ দিতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেন। 

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান ও মিশরের মধ্যকার সম্পর্ক  নিয়ে আলোচনা করেন। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বেঁচে থাকাকালীন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে যেসব আলোচনা করেছিলেন তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা। 

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানাযায় অংশ নিতে বিশ্বের ৫০টি দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইরান এসেছেন। তাদের মধ্যে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরি অন্যতম। 

গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন প্রেসিডেন্ট রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমীর আব্দুল্লাহিয়ান।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।