আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ইতিহাসের সঠিক পথে রয়েছে: আরব নেতৃবৃন্দ
(last modified Thu, 23 May 2024 11:54:30 GMT )
মে ২৩, ২০২৪ ১৭:৫৪ Asia/Dhaka
  • বাস্তুহারা কয়েকটি ফিলিস্তিনি শিশু
    বাস্তুহারা কয়েকটি ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশের প্রশংসা করেছে আরব দেশগুলো। 

আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন গতকাল (বুধবার) ঘোষণা করেছে যে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আগামী ২৮ মে থেকে এই স্বীকৃতি কার্যকর হবে।

গতকালের খবরে প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে অসলো, ডাবলিন এবং মাদ্রিদ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার এবং তেল আবিবে তিন দেশের রাষ্ট্রদূতদের "কঠোর রাজনৈতিক শাস্তির" আদেশ দেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরাইলের কট্টর মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি রাষ্ট্রের "একতরফা স্বীকৃতির" বিরোধিতা করেছেন। বাইডেন দাবি করেন, সব পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত। 

ফ্রান্সও এই তিন দেশের সিদ্ধান্ত থেকে নিজেকে আলাদা রেখে বলেছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে সৌদি আরব এবং মিশরসহ বেশ কয়েকটি আরব দেশ ইউরোপের তিন দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং অন্য দেশগুলোকে এই সিদ্ধান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

রিয়াদ এই স্বীকৃতিকে "ইতিবাচক সিদ্ধান্ত" বলে অভিহিত করেছে যা "ফিলিস্তিনি জনগণের আত্ননিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য নিশ্চিত করে।" সৌদি আরব বাকি দেশগুলোকে দ্রুত একই সিদ্ধান্ত নেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনের এই ঘোষণাকে মিশর স্বাগত জানানোর মতো পদক্ষেপ বলে অভিহিত করেছে। একইভাবে কাতার এই পদক্ষেপকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। এছাড়া, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের জন্য তিন দেশের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

আরব লীগের প্রধান বলেছেন, এই সিদ্ধান্ত একটি সাহসী পদক্ষেপ এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে তিন ইউরোপীয় দেশ ইতিহাসের সঠিক দিকে রয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ