মে ২৪, ২০২৪ ১৪:১৪ Asia/Dhaka
  • ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত শহীদ প্রেসিডেন্ট রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির দাফন অনুষ্ঠান শেষ হয়েছে। রাজাভি খোরাসান প্রদেশের রাজধানী মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা (আ) এর মাজারে তাকে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চিরনিদ্রায় শায়িত করা হয়। 

মাশহাদের মেয়র মোহাম্মদ রেজা কালান্দার জানিয়েছেন, সন্ধ্যায় কমপক্ষে ৪০ লাখ শোকার্ত মানুষ চোখের জলে চির বিদায় জানান প্রেসিডেন্ট রায়িসিকে। দাফনের আগে সেখানে সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং এতে শোকাহত ইরানি জনগণের পাশাপাশি ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক থেকে আসা লোকজনও অংশ নেন। 

গত রোববার ইরানের পুর্ব আজারবাইজান প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন প্রেসিডেন্ট রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং সঙ্গীরা। এই ঘটনায় ইরানের পাশাপাশি মুসলিম বিশ্ব এবং বহু অমুসলিম দেশে শোকের ছায়া নেমে আসে। ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশ সরকারিভাবে শোক পালন করে।

বুধবার তেহরানে অনুষ্ঠিত নামাজে জানাযায় বিশ্বের ৬০টি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংসদ স্পিকার এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। এছাড়া, অংশ নেন ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াসহ আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলোর বহু নেতা।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ