মে ২৫, ২০২৪ ১৮:৪৯ Asia/Dhaka
  • হিমাচল প্রদেশে মল্লিকার্জুন খাড়গে
    হিমাচল প্রদেশে মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করে বলেছেন, 'চীন ভারতের জমি দখল করে বাড়ি ও রাস্তা তৈরি করছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব।' হিমাচল প্রদেশের রোহরুতে আজ (শনিবার) এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

খাড়গে বলেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছি। চীন আমাদের জমি দখল করে বাড়িঘর ও রাস্তা তৈরি করছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে নীরব। তার ৫৬ ইঞ্চি বুক এখন কোথায়?

কংগ্রেস নেতা দাবি করেন, তার দল দেশের জনগণ ও সংবিধান রক্ষার লড়াই করছে। লোকসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে ৩০ লাখ সরকারি শূন্যপদ পূরণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

২০২৩ সালের বন্যার পর কেন্দ্র সরকার হিমাচল প্রদেশ সরকারকে সহায়তা না দেয়নি। এ বিষয়েও অভিযোগ তোলেন কংগ্রেস প্রধান। তিনি বলেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বন্যার পরে কেন্দ্রের কাছে ১০ হাজার কোটি রুপি সাহায্য চেয়েছিলেন। কিন্তু তিনি শুধু পাথর পেয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

ট্যাগ