মে ২৫, ২০২৪ ১৯:০৬ Asia/Dhaka
  • মাস্ক পরা এই রিজার্ভ সেনা বিদ্রোহের আহ্বান জানিয়েছে
    মাস্ক পরা এই রিজার্ভ সেনা বিদ্রোহের আহ্বান জানিয়েছে

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছেন, সম্প্রতি তাদের বাহিনীর একজন রিজার্ভ সেনা বিদ্রোহের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ওই ভিডিওতে মাস্ক পরা এক রিজার্ভ সেনাকে বলতে শোনা যায়, “যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট কোনো নির্দেশ দিলে তা যেন সেনারা অমান্য করে।” 

ভিডিওতে ওই সেনা আরো বলেছে, ইয়োভ গ্যালান্টকে পদত্যাগ করতে হবে। যুদ্ধবাজ নেতানিয়াহুর কমান্ডে যুদ্ধ পরিচালিত হলেই কেবল ইসরাইল বিজয়ী হতে পারবে। 

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, ইসরাইলের সামরিক বাহিনীতে বিশৃংখলা ছড়িয়ে পড়েছে এবং সেনাদের ভেতরে ক্ষোভ বিরাজ করছে। এর আগে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা গিয়েছিল যে, যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে একটি ব্যারাকের সেনারা চেয়ার-টেবিল ভাংচুর করছে। 

গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের সেনারা বিরাট বিপর্যয়ের মুখে পড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইল যেমন মারকাভা ট্যাংক হারাচ্ছে, তেমনি কয়েকশ সেনাও মারা গেছে। এছাড়া, গাজা থেকে আজ পর্যন্ত ইসরাইলি সেনারা কোনো বন্দীকে জীবিত উদ্ধার করতে পারেনি। এ অবস্থায় কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছে, চূড়ান্ত পরিণতিতে ইসরাইলি সেনাবাহিনীতে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে।#  

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ