মে ২৬, ২০২৪ ১২:২৮ Asia/Dhaka
  • বৈঠকে মোহাম্মদ মোখবের ও আব্দুল লতিফ রাশিদ
    বৈঠকে মোহাম্মদ মোখবের ও আব্দুল লতিফ রাশিদ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, প্রতিবেশী ইরাকের সাথে সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা অব্যাহত থাকবে। গতকাল (শনিবার) তেহরান সফরত ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। 

গতকাল ইরাকের প্রেসিডেন্ট ইরানের শহীদ প্রেসিডেন্ট রায়িসির প্রতি শ্রদ্ধা জানাতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসেন। গত রোববার ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন।

মোখবের বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শাহাদাতের ঘটনা ইরানের জন্য অনেক বড় এবং কষ্টকর ক্ষতি তবে তার এই শাহাদাত ইরানের অভ্যন্তরীণ ঐক্য আরো জোরদার করেছে। পাশাপাশি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট ও মুসলিম দেশগুলোর মধ্যে অভিন্নতা ও সমন্বয় সৃষ্টি করেছে।

মোহাম্মদ মোখবের বলেন, প্রেসিডেন্ট রায়িসির সবচেয়ে বড় সফলতা ছিল তিনি মুসলিম এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নত করতে সক্ষম হয়েছিলেন। ইরানের পররাষ্ট্রনীতিতে ইরাক সরকার ও জনগণ বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বলে উল্লেখ করেন মোহাম্মদ মোখবের।

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরো বলেন, মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রতিরোধ ফন্টের ভূমিকা আরো জোরদার করার জন্য শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বিশেষ ভূমিকা রেখেছিলেন যার কারণে এ অঞ্চলে ইসরাইল ও আমেরিকার আধিপত্য বদলে ক্ষমতার সমীকরণে বিরাট পরিবর্তন এসেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনা অনুসারে প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইরান নিশ্চিতভাবে সমর্থন দিয়ে যাবে বলেও ইরানের অন্তর্বতী প্রেসিডেন্ট উল্লেখ করেন। 

বৈঠকে ইরাকের প্রেসিডেন্ট তার দেশের প্রতি সমর্থন দেয়ার জন্য ইরানের প্রশংসা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শাহাদাতের ঘটনা শুধুমাত্র ইরানি জনগণের জন্য অপূরণীয় ক্ষতি নয় বরং তা ইরাক ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য ক্ষতি। এই বেদনাদায়ক ঘটনায় ইরাকের সরকার ও জনগণ ইরানের পাশে রয়েছে বলে তিনি ঘোষণা করেন। এছাড়া, তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাগদাদের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন আব্দুল লতিফ রাশিদ। এজন্য তার দেশ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬

 

ট্যাগ