গাজার প্রতি সংহতি
ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে জার্মানিতে বিক্ষোভ হয়েছে।
গতকাল (রোববার) জার্মানির রাজধানী বার্লিনে ডেমোক্রেসি ফেস্টিভাল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বক্তৃতা দিতে গেলে উপস্থিত জনগণের বিরাট অংশ জার্মান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। গাজা আগ্রাসনে ইসরাইলের ভূমিকার প্রতি সমর্থন জানানোর কারণে জার্মান সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদে অংশ নেয়া লোকজনের হাতে ব্যানার দেখা যায় যাতে লেখা ছিল “গণহত্যা বন্ধ কর”।
প্রতিবাদী লোকজন অভিযোগ করেন যে, জার্মান সরকার গাজা যুদ্ধের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের জন্য পক্ষপাতিত্ব করছে। তারা গাজায় তাৎক্ষণিকভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবকের প্রতি আহ্বান জানান।
মঞ্চের সামনে গোলমাল বেড়ে যাওয়ায় বেয়ারবক হতাশ হয়ে পড়েন। তিনি একজন বিক্ষোভকারীকে চিৎকার করে "এখানে কোনো হুমকি নেই!" এক নারী বিক্ষোভকারী বলেন, জার্মানির সমর্থনের কারণে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরাইল।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।