মে ২৭, ২০২৪ ১৫:২০ Asia/Dhaka
  • রিমালের তাণ্ডবে বরিশালের এই বাড়িটি বিধ্বস্ত হয়
    রিমালের তাণ্ডবে বরিশালের এই বাড়িটি বিধ্বস্ত হয়

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাংলাদেশের পাঁচ জেলায় ১০ জনের প্রাণহানি  ঘটেছে। গতকাল (রোববার) থেকে আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বরিশাল: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তাণ্ডবে বরিশালে দেওয়াল ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

ভোলা: প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর হয়েছে। মৃতদের মধ্যে মনোজা খাতুন (৫৪) নামের এক নারীও রয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে জাহাঙ্গীর (৫০) ও দৌলতখানে মাইশা (৪) নামের এক নারীর প্রাণহানী হয়।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

এ ছাড়া রিমালের তাণ্ডবে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে দেওয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই এলাকার লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ছাড়াও জেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ১৯ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ (সোমবার) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত। এ কারণেই এসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।'

যে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো—বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন ও তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা এবং রাঙামাটির পাথরঘাটা ও বাঘাইছড়ি।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে এই ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

১০ হাজারের বেশি টাওয়ার বন্ধ

ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সেবা দিতে পারছে না। এর প্রভাব পরেছে দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে।

বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি জেলার মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অপারেটর সূত্র জানায়, গতকাল বিকেল থেকে কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সর্বশেষ তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলীয় অঞ্চলে তাণ্ডবের পর দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

ট্যাগ