ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা
https://parstoday.ir/bn/news/event-i138134-ইসরাইল_থেকে_রাষ্ট্রদূত_প্রত্যাহার_করেছেন_ব্রাজিলের_প্রেসিডেন্ট_লুলা_ডি_সিলভা
ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৮ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই পদক্ষেপ নিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২৪ ১৪:৪৪ Asia/Dhaka
  • লুলা ডি সিলভা
    লুলা ডি সিলভা

ইহুদিবাদী ইসরাইলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৮ মাস ধরে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই পদক্ষেপ নিয়েছেন।

গতকাল (বুধবার) ব্রাজিলের সরকারি গেজেটে বলা হয়েছে, ৭ অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ চালানোর বিষয়ে ব্রাসিলিয়া এবং তেল আবিবের মধ্যে কয়েক মাস উত্তেজনা চলার পরে লুলা ডি সিলভা ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে দেশে ডেকে পাঠিয়েছেন। 

এরইমধ্যে রাষ্ট্রদূত মেয়ার ইসরাইল থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৌঁছেছেন। সেখানে তিনি জাতিসংঘের বিভিন্ন মিশনে ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করবেন। 

প্রেসিডেন্ট লুলা ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচক এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি বলেছিলেন, এই মুহূর্তে গাজা উপত্যকায় এবং ফিলিস্তিনি জনগণের ওপর যা চলছে তা ইতিহাসে কখনো দেখা যায়নি। 

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার ভেতর দিয়ে ব্রাজিল এবং ইসরাইলের মধ্যকার কূটনৈতিক দূরত্বের বিষয়টি জোরালোভাবে প্রকাশ পেল। তেল আবিবে ব্রাজিলের দূতাবাস থাকলেও সেখানে এখন কোনো রাষ্ট্রদূত নেই। 

এর আগে চলতি মাসের প্রথম দিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এর আগে তিনি ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনার চুক্তি বাতিল করেন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।