আমেরিকা-ব্রিটেনের বিমান হামলা
‘খুবই বেদনাদায়ক’ জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল ইয়েমেনি যোদ্ধারা
মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী গতরাতে ইয়েমেনের ওপর যে হামলা চালিয়েছে তার বেদনাদায়ক ও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।
গতরাতে ব্রিটিশ ও মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১৪ জন ইয়েমেনি নাগরিক নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল-কাহুম লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের নিশ্চিত জবাব দেবে ইয়েমেনের যোদ্ধারা এবং মার্কিন-ব্রিটিশ জোট সেই হামলা ঠেকাতে সক্ষম হবে না।”
তিনি বলেন, “মার্কিন ও ব্রিটিশদের অবশ্যই বুঝতে হবে যে, ইয়েমেনের হামলা কতটা শক্তিশালী হবে। আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্র এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কাঙ্খিত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।”
আলী আল-কাহুম বলেন, এই অঞ্চলের দ্বন্দ্ব সংঘাত অবসানের কোনো ইচ্ছা আমেরিকার নেই, তারা ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে আসছে।
তিনি বলেন, যদি আমেরিকা এই যুদ্ধের বিস্তার ঘটাতে না চায় তাহলে তাদের উচিত গাজার আগ্রাসন ও অবরোধের প্রতি সমর্থন বন্ধ করা।
আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর আরেক সদস্য নাসরুদ্দিন আমের বলেছেন, “চলমান সংঘাতে ইয়েমেন এবং ফিলিস্তিনের জনগণ অবশ্যই বিজয়ীর বেশে আবির্ভূত হবে। এটা ঐশী প্রতিশ্রুতি এবং অবশ্যই তা বাস্তবে ঘটবে। এমনকি যদি সারা বিশ্ব ইয়েমেনের ওপর হামলা চালায়, তাহলে আমরা গাঁজাকে ভুলে যাব না।”#
পার্সটুডে/এসআইবি/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।