ধৈর্যের বৃক্ষ ফল দিয়েছে; এক প্রেমের গল্প- বন্দিদশা থেকে বিয়ের মঞ্চ
-
ধৈর্যের বৃক্ষ ফল দিয়েছে; এক প্রেমের গল্প- বন্দিদশা থেকে বিয়ের মঞ্চ
পার্সটুডে- আকরাম আবু বকর হলেন সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি। দখলদার ইসরায়েল তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল। বহু বছর বন্দি থাকার পর পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন, কায়রোতে বিয়ে করেছেন সেই নারীকে যাকে তিনি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবেই তালাক দিয়েছিলেন।
কিন্তু সেই নারী ২৩ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর আকরাম আবু বকর কায়রোতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেছেন। ২৩ বছর আগে তিনি নিজেই স্ত্রীকে তালাক দিয়েছিলেন, যাতে স্ত্রীকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়।
কিন্তু সেই নারী তার স্বামীকে ভুলে যাননি; অবিচল ভালোবাসা নিয়ে জীবনের ২৩ বছর কাটিয়েছেন তার প্রত্যাবর্তনের আশায়। অবশেষে আকরাম আবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান।
ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরাম আবু বকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরায়েলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন।
এই পুনর্মিলনটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির সঙ্গে একযোগে ঘটে যা আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।