ধীরে ধীরে মৃত্যুদণ্ড কার্যকর: নারকীয় সংকটে ইসরায়েলি কারাগারের ৯,৩০০ ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i155504-ধীরে_ধীরে_মৃত্যুদণ্ড_কার্যকর_নারকীয়_সংকটে_ইসরায়েলি_কারাগারের_৯_৩০০_ফিলিস্তিনি
পার্স টুডে - দুটি ফিলিস্তিনি সংগঠন ইসরায়েলি কারাগারে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর ভয়াবহ অবস্থার কথা জানিয়েছে।
(last modified 2025-12-31T13:39:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:৪১ Asia/Dhaka
  • ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নরকতুল্য জীবন
    ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নরকতুল্য জীবন

পার্স টুডে - দুটি ফিলিস্তিনি সংগঠন ইসরায়েলি কারাগারে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর ভয়াবহ অবস্থার কথা জানিয়েছে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি বন্দি সমিতি বা  প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবের সাথে সম্পর্কিত বন্দি ও মুক্ত বন্দি বিষয়ক কমিটি (প্রিজনার্স অ্যান্ড ফ্রিডম্যান অ্যাফেয়ার্স কমিটি) শুক্রবার এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে: ইসরায়েলি সেনাবাহিনীর কারাগার এবং শিবিরে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে এমন পরিস্থিতিতে আটক রাখা হচ্ছে যাকে "ধীরে ধীরে মৃত্যুদণ্ড" বলা যেতে পারে।

বেশ কয়েকটি কারাগারে সরেজমিন পরিদর্শনের পর তৈরি করা এই প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে সহিংসতার নজিরবিহীন বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বৈদ্যুতিক শক, পুলিশ কুকুর, শব্দ বোমা এবং প্রচণ্ড মারধরের মতো ঘটনাগুলো দখলদার বাহিনী বন্দীদের দমনের জন্য ব্যবহার করে আসছে।

এই সূত্রগুলো উল্লেখ করেছে যে বন্দীরা পর্যাপ্ত পোশাক এবং মুক্ত বা তাজা বাতাসের ঘোরাফেরার মতো মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।  এতে বলা হয়েছে, ইসরায়েলি ড্যামন কারাগারে ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে নিয়মতান্ত্রিক নির্যাতনের শিকার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে টিয়ার গ্যাস, দীর্ঘ সময় ধরে ধাতব হাতকড়া পরিয়ে রাখা এবং স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা ছাড়াই প্রচণ্ড ঠান্ডায় ফেলে রাখা।

এছাড়াও প্রায় ৩৫০ জন বন্দি শিশু পারিবারিক সাক্ষাৎ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং তীব্র অপুষ্টির কারণে ও সঠিক পোশাকের অভাবের কারণে তারা  ত্বকের রোগসহ বিভিন্ন সংক্রামক রোগের সাথে লড়াই করছে।

ইসরায়েলি শাসকগোষ্ঠীর "নাকেব" কারাগার থেকে প্রাপ্ত প্রতিবেদনগুলো থেকে স্পষ্ট যে "জোরপূর্বক অনাহার" নীতি কঠোরভাবে চাপিয়ে দেয়া হচ্ছে এবং খুব কম খাবারের ফলে বন্দিদের দৈহিক ওজন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং চরম দুর্বলতা দেখা দিয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ না রাখার পাশাপাশি এই পরিস্থিতিতে "পিত্ত" এবং অজানা ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়েছে যার কোনও চিকিৎসা করছে না ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের মহাসচিব "আহমদ সাদাত" সহ ফিলিস্তিনি বন্দিদের ইসরায়েলি কারাগার "জানুত"-এ বিচ্ছিন্ন অবস্থায় এবং নির্জন সেলে  তীব্র শারীরিক নির্যাতন করা হচ্ছে। #

পার্স টুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।