পাসপোর্ট বাজেয়াপ্ত
রাশিয়া যাওয়ার সময় বিমান থেকে স্কট রিটারকে নামিয়ে নিল মার্কিন কর্তৃপক্ষ
-
স্কট রিটার
মার্কিন মেরিন কোরের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারকে রাশিয়ায় যাওয়ার অনুমতি দেয়নি আমেরিকার পররাষ্ট্র দপ্তর। গতকাল (মঙ্গলবার) তিনি রাশিয়ায় যাওয়ার জন্য নিউইয়র্ক থেকে বিমানে ওঠেন কিন্তু মার্কিন কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে নেয়।
স্কট রিটার নিউইয়র্ক থেকে প্রথমে তুরস্কের ইস্তাম্বুল শহরে এবং পরে সেখান থেকে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করতে চেয়েছিলেন।
এ সম্পর্কে স্কট রিটার রাশিয়া টুডে’কে বলেন, “আমি বিমানে উঠেছিলাম কিন্তু তিনজন পুলিশ এসে আমাকে বিমান থেকে বের করে নিয়ে যায়। তারা আমার পাসপোর্ট জব্দ করে। তারা জানিয়েছে, মার্কিন পররাষ্ট দপ্তরের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ এর চেয়ে বেশি কিছু আমাকে বলেনি।”
স্কট রিটার আরো জানান, পুলিশের লোকজন তার ব্যাগ নিয়ে নেয় এবং তাকে স্কর্ট দিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে যায়।
মার্কিন মেরিন কোরের সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানান, মার্কিন কর্তৃপক্ষ তাকে রাশিয়া সফরের ব্যাপারে বাধা দিয়েছে কারণ তারা সেন্ট পিটার্সবার্গের ওই অনুষ্ঠানে তার অংশগ্রহণের ব্যাপারে ভয় পেয়েছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত সেন্ট পিটার্সবার্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৫