ইসরাইলবিরোধী মামলার বাদী হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে স্পেন
https://parstoday.ir/bn/news/event-i138366-ইসরাইলবিরোধী_মামলার_বাদী_হিসেবে_দক্ষিণ_আফ্রিকার_সঙ্গে_যোগ_দেবে_স্পেন
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা আইসিজেতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিতে চায় স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ গতকাল (বৃহস্পতিবার) এই ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৭, ২০২৪ ১৪:৩৬ Asia/Dhaka
  • স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ
    স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা আইসিজেতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিতে চায় স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ গতকাল (বৃহস্পতিবার) এই ঘোষণা দিয়েছেন।

গত জানুয়ারি মাসে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে দায়ী করে তার বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এরপর কলম্বিয়া, মিশর ও তুরস্ক এই মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের লক্ষ্য যুদ্ধের অবসান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে যাওয়া।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার এক সপ্তাহ আগে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সে পদক্ষেপে ইসরাইল ক্ষুব্ধ হয়ে বলেছিল, এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। এ অভিযোগ তুলে এসব দেশ থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল ইসরাইল।

সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৪৫ সালে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে প্রতিষ্ঠিত হয়। এই আদালত সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধ করার নির্দেশ দেয়।  গণহত্যার মামলা দায়েরের পর গতমাসে রাফায় হামলা বন্ধ করার আহ্বান সম্বলিত মামলাটিও দক্ষিণ আফ্রিকাই দায়ের করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৩৬,৬৫৪ ফিলিস্তিনি নিহত ও অপর ৮৩ হাজারের বেশি আহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরো প্রায় ১০ হাজার গাজাবাসী যাদের বেশিরভাগের লাশ ইসরাইলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/৭                                      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।