পিছু হটলেন ম্যাকরন: ‘ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়া হবে’
https://parstoday.ir/bn/news/event-i138418-পিছু_হটলেন_ম্যাকরন_ইউক্রেনের_সেনাবাহিনীকে_প্রশিক্ষণ_দেয়া_হবে’
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হবে বলে বেশ কিছুদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাগাড়ম্বর করে আসছিলেন তা থেকে পিছু হটে গেছেন তিনি। ইমানুয়েল ম্যাকরন এবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছেন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৮, ২০২৪ ১১:৩৫ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাকরন ও ভলোদিমির জেলেনস্কি
    ইমানুয়েল ম্যাকরন ও ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হবে বলে বেশ কিছুদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাগাড়ম্বর করে আসছিলেন তা থেকে পিছু হটে গেছেন তিনি। ইমানুয়েল ম্যাকরন এবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছেন তিনি।

ম্যাকরন শুক্রবার প্যারিস সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, “আমরা ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছি এবং বেশ কিছু শরীক দেশ এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে।” আগামী কয়েক দিনের মধ্যে এই জোট গঠন সম্পন্ন হবে বলে দাবি করেন তিনি।

তবে ফ্রান্স ছাড়া আর কোন কোন দেশ সম্ভাব্য এ জোটে থাকবে সেকথা উল্লেখ করেননি ফরাসি প্রেসিডেন্ট। এতদিন ধরে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের যে কথা তিনি বলে আসছিলেন তাতেও তেমন কোনো দেশকে সাড়া দিতে দেখা যায়নি; এমনকি ওয়াশিংটন তার ওই পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছে।

ফ্রান্সের ওই পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেন যুদ্ধে পাশ্চাত্য সরাসরি হস্তক্ষেপ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে।

প্রেসিডেন্ট ম্যাকরন এখন মনে করছেন, ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে সামরিক প্রশিক্ষক পাঠালে রাশিয়া ততটা ক্ষুব্ধ হবে না।  তিনি বলেন, “আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নেই। কিন্তু আমরা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সক্ষম করে তুলতে আমাদের সর্বোচ্চটা দিতে চাই।”#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮