জুন ১১, ২০২৪ ১৯:৪৫ Asia/Dhaka
  • মোহন চরণ মাঝির
    মোহন চরণ মাঝির

ভারতের ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা মোহন চরণ মাঝির নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিজু জনতা দল বা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের স্থলাভিষিক্ত হবেন।

আজ (মঙ্গলবার) বিজেপির বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে মোহন চরণ মাঝির নাম ঘোষণা করা হয়। কেভি সিং দেও এবং প্রভাতী পারিদাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব এই মিটিংয়ের পর্যবেক্ষক হিসেবে ছিলেন। 

বৈঠকের পর রাজনাথ সিং বলেন, "কেভি সিং দেও প্রথম মোহন মাঝির নাম প্রস্তাব করেন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে। এরপরই মোহন মাঝির নাম আমি বিজেপি নেতৃত্বের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করছি। ওনার সঙ্গে কথা বলার পরই দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদাকে নির্বাচিত করা হয়েছে।"

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আগামীকাল (বুধবার) বিকেল ৫টায় ভুবনেশ্বরের জনতা ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন। এই অনুষ্ঠানে বিজেডি সভাপতি তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও আমন্ত্রণ জানানো হয়েছে।

২০০০ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন নবীন পট্টনায়ক। ২০০০ ও ২০০৪ সালের বিধানসভা ভোটে জোট বেঁধেই লড়েছিল বিজু জনতা দল ও বিজেপি। পরে অবশ্য জোট ভেঙে আলাদাভাবে লড়াই করে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশার বিধানসভার ভোট হয়েছিল। ওই ভোটে নবীন পট্টনায়ক জমানার অবসান ঘটেছে। রাজ্যের ক্ষমতার কুর্সি থেকে বিজু জনতা দলকে সরিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

ট্যাগ