জুন ১২, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবশ্যই গাজায় সম্পূর্ণভাবে আগ্রাসন বন্ধ করতে হবে

জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাস এবং জিহাদ আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, তাদের কাছে গাজায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ অগ্রাধিকার পাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস এবং জিহাদ আন্দোলনের একটি যৌথ প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে নিজেদের জবাব দিয়েছেএছাড়া, মিশরের ভাইদের কাছেও এ বিষয়ে জবাব পাঠানো হয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ইসরাইলের দেয়া প্রস্তাবের বিষয়ে কিছু সংশোধন এনেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এরমধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণভাবে ইহুদিবাদী সেনা প্রত্যাহার করতে হবে। 

যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাস এবং জিহাদ আন্দোলনের প্রতিনিধিদল এমন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে যার মাধ্যমে আমাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের অবসান হয়। 

এদিকে, কাতার এবং মিশর ফিলিস্তিনি যোদ্ধাদের তরফ থেকে জবাব পাওয়ার কথা নিশ্চিত করেছে। দেশ দুটি বলেছে, তারা হামাস ও জিহাদ আন্দোলনের জবাব পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সাথে পরবর্তী পদক্ষেপের বিষয় নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে আমেরিকার সাথে তাদের আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মিশর ও কাতার।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ