হিজবুল্লাহ নেতার শাহাদতের প্রতিক্রিয়া: ইসরাইলের অভ্যন্তরে দুই শতাধিক রকেট হামলা
(last modified Wed, 12 Jun 2024 10:27:49 GMT )
জুন ১২, ২০২৪ ১৬:২৭ Asia/Dhaka
  • সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব
    সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব

লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন। এর প্রতিক্রিয়ায় দখলদার ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে আজ (বুধবার) সকাল থেকে দু্ইশ'র বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো এটি অন্যতম বড় রকেট হামলা।

এই হামলা সম্পর্কে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরাইলের ১১টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় দুই শতাধিক হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইসরাইলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেশ কয়েকটি রকেট ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম কর্তৃক বাধাপ্রাপ্ত হলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। রকেটের আঘাতের ফলে সাফাদ, কদিতা, মিরন কাহাল বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়।

মেরন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটি এবং ব্লাসান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, কিছু রকেট গ্যালিলি এলাকার সাসা কিবুতজ-এ একটি সামরিক শিল্প কারখানায় আঘাত হেনেছে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অমিয়াদের গ্যালিলি ডিভিশন ঘাঁটিতে কয়েকডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আইন জিকিম ঘাঁটির উদ্দেশ্যেও কয়েকডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলার ফলে অধিকৃত অঞ্চলের উত্তর সেক্টরের সাফেদ শহরেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর উচ্চ পদস্থ ফিল্ড কমান্ডারের সামি আবদুল্লাহ ওরফে আবু তালেবের হত্যাকাণ্ডের পর ইসরাইলের অভ্যন্তরে রকেট, ড্রোন ও কামান দিয়ে হামলা চালানো হচ্ছে।

হিজবুল্লাহর তথ্যমতে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে অবস্থিত জাওয়ায়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলায় সামি আবদুল্লাহসহ মোট চারজন শহীদ হয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

ট্যাগ