আহওয়াজে সন্ত্রাসী হামলা:
২.৮৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আমেরিকার প্রতি ইরানি আদালতের নির্দেশ
১২ জুন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় ২.৮৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে মার্কিন সরকারের প্রতি আদেশ দিয়েছে ইরানের একটি আদালত।
২০১৮ সালের ২২ সেপ্টেম্বর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ অন্তত ২৫ জন শহীদ ও ৬০ জন আহত হন। ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে যুদ্ধের ৩৮তম বার্ষিকীতে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। হামলার পরপরই আহওয়াজিয়া গোষ্ঠীর মুখপাত্র ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামে একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে হত্যাকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশও হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয়।
মর্মান্তিক ওই হামলায় হতাহত ৬৪টি পরিবারের পক্ষ থেকে ইরানের আদালতে একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ আমেরিকাকে অভিযুক্ত করে রায় দিয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২