ইসরাইলি অপরাধযজ্ঞ থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে
https://parstoday.ir/bn/news/event-i138582
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৩, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka
  • ওআইসি মহাসচিব (বামে) ও ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী (ডানে)
    ওআইসি মহাসচিব (বামে) ও ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে। 

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মহাসচিব হিসেন ব্রাহিম তাহা’র সঙ্গে আজ (বৃহস্পতিবার) এক ফোনালাপে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাকেরি কানি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে অপরাধের মাত্রা বাড়াচ্ছে। 

গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিচার করতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে এবং ইসরাইলের সাথে লাতিন আমেরিকার দেশগুলো যে সম্পর্ক ছিন্ন করছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারো ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশন ডাকার জন্য সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানান।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনসহ গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ইসরাইলি অপরাধযজ্ঞের মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।