জুন ১৫, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে। 

গতকাল (শুক্রবার) রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে হিজবুল্লাহর উপ মহাসচিব এই হুঁশিয়ারি দেন। সীমান্তে যখন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়ে চলেছে তখন সেখানে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।

চলতি সপ্তাহের প্রথম দিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সামি আব্দুল্লাহ ওরফে আবু তালেব ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়ার পর সংঘর্ষ বেড়েছে। 

শেখ নাঈম কাসেম বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং দখলদাররা যদি আগ্রাসন বিস্তারের চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, ইসরাইল সীমিত আগ্রাসন চালালেও হিজবুল্লাহ যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব দেবে যাতে ইসরাইলের বড় রকমের ক্ষতি হয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫

 

ট্যাগ