আগ্রাসন চালালে স্থল, আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন: ইসরাইলকে হিজবুল্লাহর হুশিয়ারি
(last modified Thu, 20 Jun 2024 12:43:03 GMT )
জুন ২০, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলকে হিজবুল্লাহ নেতার হুশিয়ারি
    ইসরাইলকে হিজবুল্লাহ নেতার হুশিয়ারি

পার্সটুডে-লেবাননের বিরুদ্ধে ইসরাইলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব গতকাল (বুধবার) তাঁর ভাষণে পাল্টা হুশিয়ারি দিয়েছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: ইহুদিবাদী শত্রুরা যদি লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে।

হাসান নাসরাল্লাহ বলেছেন: লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে। পুরো ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করে দেন। পার্সটুডে আরও জানায়: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জনসহ এই আন্দোলনের অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছেন: হিজবুল্লাহর কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে। প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে।

ওই ভাষণে ইসরাইলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সাইয়েদ হাসান নাসরাল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে দেন। তিনি বলেন:

আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করে দিচ্ছি যে, তারা যদি লেবাননে  হামলা করার জন্য ইসরাইলকে তাদের বিমানবন্দর কিংবা ঘাঁটি খুলে দেয়, তবে তা যুদ্ধের অংশ হিসেবে পরিগণিত হবে। আমরা গাজার প্রতি আমাদের সংহতি, সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখবো। আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। কোনো কিছুই এ কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না।

হিজবুল্লাহ মহাসচিব ইসরাইল অভিমুখি জাহাজের বিরুদ্ধে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন:

আমেরিকা এবং ব্রিটেন ইসরাইলি জাহাজগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌ বহরের জন্য বড় ধরনের পরাজয়।#

কী ওয়ার্ডস: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, লেবানন ও ইসরাইল, ইসরাইল, ইয়েমেন ও ফিলিস্তিন, আমেরিকা ও ইংল্যান্ডের জন্য হুমকি

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ