ইসরাইলের কাছে ৯০টি পারমাণবিক ওয়ারহেড আছে
(last modified Thu, 20 Jun 2024 10:57:23 GMT )
জুন ২০, ২০২৪ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের কাছে ৯০টি পারমাণবিক ওয়ারহেড আছে

পার্সটুডে-দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উহপনস বা আইকান (ICAN) ধারণা করছে, ইসরাইলের কাছে অন্তত ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

পারমাণবিক অস্ত্র বাতিলের জন্য আন্তর্জাতিক প্রচারণা সংস্থা আইকানের এই পরিসংখ্যান ঘোষণা করে আরও জানিয়েছে, ইসরাইল তার পারমাণবিক বাজেট বৃদ্ধি করছে। পার্সটুডের প্রতিবেদন অনুসারে, আইকন উল্লেখ করেছে ইসরাইলের পারমাণবিক বাজেট প্রতি বছর শতকরা ২.৪ ভাগ বৃদ্ধি পায়। এই বৃদ্ধির পরিমাণ ১.১ বিলিয়ন ডলারের সমান।

এই বিষয়ে, আইকান-এর নীতি সমন্বয়ক ও গবেষণা কর্মকর্তা এলিসা স্যান্ডার্স জাকের বলেছেন: আমাদের মোটামুটি অনুমান হলো ইসরাইলের কাছে ৯০টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে ইসরাইলের পারমাণবিক ওয়ারহেডের সঠিক পরিসংখ্যান পাওয়া খুব কঠিন। কারণ ইসরাইলে স্বচ্ছতার কোনো অস্তিত্ব নেই।

তিনি গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইহুদিবাদী সাম্প্রতিক হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আইকান আরও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণের জন্য ৫১.১ বিলিয়ন ডলার খরচ করেছে। এই পরিমাণ অন্যান্য সকল পারমাণবিক শক্তির সামষ্টিক ব্যয়ের চেয়ে বেশি।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ