জুন ১৭, ২০২৪ ১৪:৪২ Asia/Dhaka
  • আরব ও লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ারসহ ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে নতুন করে তিনটি হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।  রোববার রাতে ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি’ এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, প্রথম হামলাটি চালানো হয়েছে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে। লোহিত সাগরে মোতায়েন ওই ডেস্ট্রয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দ্বিতীয় হামলা চালানো হয়েছে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে। লোহিত সাগরে ক্যাপ্টেন প্যারিস নামক জাহাজটিতে উপযুক্ত কিছু নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। ইয়াহিয়া সারি’ বলেন, জাহাজটি ইসরাইলি বন্দর অভিমুখে যাচ্ছিল বলে সেটির ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, তৃতীয় হামলাটি চালানো হয়েছে আরব সাগরে ইসরাইল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে। হ্যাপি কনডোর নামক ওই জাহাজটি লক্ষ্য করে ইয়েমেনের ‘পাইলটবিহীন বিমান বাহিনী’ বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বিমান হামলার প্রতিবাদে সাগরে এসব অভিযান চালানো হয়েছে। তিনি জানান, ইয়েমেনের সেনাবাহিনী এসব অভিযান সেদিন বন্ধ করবে যেদিন গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ হবে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭

ট্যাগ