জুন ১৭, ২০২৪ ১৬:০২ Asia/Dhaka
  • আগামী ১০ দিনের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার রায়

আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে সুপারিশ করেছেন সে ব্যাপারে আগামী ১০ দিনের মধ্যে এই আদালত রায় দিতে যাচ্ছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো খবর দিয়েছে।

ইসরাইলের ১৩ নম্বর টিভি চ্যানেলের বরাত দিয়ে আল-জাযিরা এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে- এই আশঙ্কায় তেল আবিবে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ব্যাপকভিত্তিক শলাপরামর্শ করে যাচ্ছেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি বিশেষজ্ঞরা সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারি হলে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন।

গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধারপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে গত মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরাইলের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সুপারিশ করেন।

করিম খান তার আর্জিতে বলেন, নেতানিয়াহু ও গ্যালান্ট গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে তার কাছে যথেষ্ট দলিল-প্রমাণ রয়েছে।

আইসিসির প্রধান কৌঁসুলির এই সুপারিশকে ‘অযৌক্তিক ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন করিম খানের সুপারিশকে ‘নির্দয়’ বলে উল্লেখ করেছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৭

ট্যাগ