২৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সফর
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুতিনকে স্বাগত জানালো উত্তর কোরিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। এই সফরে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। দুই দেশই আমেরিকার নিষ্ঠুর নিষেধাজ্ঞার শিকার।
আজ (বুধবার) দিনের শুরুতে প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া পৌঁছান এবং পিয়ংইয়ং বিমানবন্দরে তাকে দেশটির নেতা কিম জং উন স্বাগত জানান। ২০০০ সালের পর এটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর।
রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়- উত্তর কোরিয়ার নেতা কিং জং প্রেসিডেন্ট পুতিনকে বিমানবন্দরের লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন, দুই নেতা হ্যান্ডশেক করছেন এবং মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর ত্যাগের আগে তারা কোলাকুলি করেন।
এরইমধ্যে ক্রেমলিন নিশ্চিত করেছে যে, এই সফরে দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে যাচ্ছে।
সফরের আগে উত্তর কোরিয়ার গণমাধ্যমে পুতিনের লেখা একটি নিবন্ধক প্রকাশ করা হয়েছে যাতে পুতিন পশ্চিমা চাপ ও প্রতারণার মুখে উত্তর কোরিয়া সরকারকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এতে তিনি বলেছেন, “রাশিয়া এবং উত্তর কোরিয়া বর্তমানে সক্রিয়ভাবে বহুমুখী মিত্রতা গড়ে তুলছে।”#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।