নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা
(last modified Thu, 20 Jun 2024 11:18:51 GMT )
জুন ২০, ২০২৪ ১৭:১৮ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও কিম জং-উন
    ভ্লাদিমির পুতিন ও কিম জং-উন

চীন, উত্তর কোরিয়া এবং আমেরিকার অন্য "প্রতিপক্ষদের" সাথে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি। নাম প্রকাশে অনচ্ছিুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। 

গতকাল (বুধবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করেছেন। এরপর তিনি সেখান থেকে ভিয়েতনাম যান। এছাড়া গত মাসে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন।

এ সম্পর্কে একজন মার্কিন বিশেষজ্ঞ বলতে বাধ্য হয়েছেন যে, আমেরিকা দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখতে সক্ষম হলেও এখন তা আর সম্ভব হচ্ছে না। বরং মার্কিন প্রতিপক্ষের সাথে রাশিয়ার নিরাপত্তা সম্পর্ক তৈরির গতি এবং গভীরতা মাঝে মাঝে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদেরকেও বিস্মিত করছে। এতদিন ধরে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব-প্রতিপত্তি বজায় রেখেছিল রাশিয়া ও তার মিত্ররা এখন তাকে সম্মিলিতভাবে পাশ কাটিয়ে চলছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০

ট্যাগ