প্রতিদিন গাজায় দশটি শিশু পা হারাচ্ছে: আনরোয়া
https://parstoday.ir/bn/news/event-i139016-প্রতিদিন_গাজায়_দশটি_শিশু_পা_হারাচ্ছে_আনরোয়া
জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ১০টি শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পঙ্গু হচ্ছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৬, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • গাজার এক শিশু
    গাজার এক শিশু

জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ১০টি শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পঙ্গু হচ্ছে।

আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই হিসাবের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দেয়া তথ্য যোগ করা হয়নি। ইউনিসেফের তথ্যে বলা হয়েছে, ইসরাইলি বর্বর আগ্রাসনে বহু শিশু তাদের হাত অথবা বাহু হারিয়েছে।

গত ৭ আগস্ট থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে এবং এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ব্রিটিশ সংস্থা সেইভ দা চিলড্রেন বলছে, চলমান এ যুদ্ধে গাজার ২১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। সংস্থাটি সম্প্রতি বলেছে, নিখোঁজ এসব ব্যক্তির মধ্যে অনেকেই বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে হত্যা করে গোপনে মাটি চাপা দেয়া হয়েছে অথবা কাউকে কাউকে তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। 

ফিলিপ লাজ্জারিনি গতকালের সংবাদ ব্রিফিংয়ে গাজায় মানবিক সংকট আরো জোরদার হওয়ার বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করেন। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ত্রাণ সরবরাহের যে অবনতি ঘটেছে সে কথা তুলে ধরেন। তিনি বলেন, গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের অভাবে প্রতিদিন সেখানে আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।