অবৈধ বসতি নির্মাণের ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ওআইসি
(last modified Sun, 30 Jun 2024 05:43:30 GMT )
জুন ৩০, ২০২৪ ১১:৪৩ Asia/Dhaka
  • অবৈধ বসতি নির্মাণের ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ওআইসি

ইহুদিবাদী ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার যে পরিকল্পনা হাতে নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি।

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি পশ্চিম তীরে আরো অন্তত পাঁচটি বসতি এবং তাতে হাজার হাজার আবাসিক ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।  ওআইসি শনিবার এক বিবৃতিতে তেল আবিবের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের ঔপনিবেশিক শাসনকে স্থায়ী করার জন্য ইসরাইলের গৃহীত সকল পদক্ষেপ ও সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩৪ নম্বর প্রস্তাবের এর অধীনে বাতিল এবং অকার্যকর।

ওআইসি পশ্চিম তীরে বসতি স্থাপন করার সন্ত্রাসী তৎপরতার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজের উচিত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০