মস্কোর হুঁশিয়ারি
ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় ইসরাইল, তবে হিতে বিপরীত হতে পারে
ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করলে তার পরিণতির জন্য ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত সপ্তাহে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইল থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার বিষয়ে ইসরাইল, আমেরিকা এবং ইউক্রেনের কর্মকর্তারা আলাপ আলোচনা করছেন। পত্রিকাটি জানিয়েছে, ইসরাইল থেকে আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চায় কিয়েভ।
নেবেনজিয়া গতকাল (সোমবার) বলেন, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হলে ইসরাইল এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কে প্রভাব পড়বে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি এই পদক্ষেপের নিশ্চিত কিছু রাজনৈতিক পরিণতি আছে।”
রাশিয়া বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।
রুশ কূটনীতিক আরো বলেন, “ইউক্রেনকে যে অস্ত্রই দেয়া হোক না কেন তা শেষ পরিণতিতে ধ্বংস করা হবে, যেভাবে মার্কিন ও পশ্চিমা অস্ত্র ধ্বংস করা হয়েছে। এটা অনিবার্য।”
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ইউক্রেনকে পেট্রিয়ট সরবরাহ করার ব্যাপারে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি তবে এ ধরনের চুক্তি হলে প্রথমে প্রেট্রিয়ট আমেরিকায় পাঠানো হবে এবং সেখান থেকে ইউক্রেনে যাবে। ইউক্রেন মারাত্মকভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির মুখে পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২